X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্যান্ট চুরির মামলায়ও জামিন সাংবাদিক নাজমুলের, মুক্তিতে বাধা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৮

একুশে টিভি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা প্যান্ট চুরির অভিযোগে দায়ের করা মামলায়ও জামিন পেয়েছেন সাভারের সাংবাদিক নাজমুল হুদা। এ নিয়ে তার বিরুদ্ধে দায়ের করা ছয়টি মামলায়ই জামিন পেলেন তিনি। এর ফলে এখন তার মুক্তিতে আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রবিবার ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম কুদ্দুজ জামান জামিন আবেদন মঞ্জুর করেন।  আইনজীবী তুহিন হাওলাদার বাংলা ট্রিবিউনকে বলেন, আশুলিয়া থানায় দায়ের করা প্যান্ট চুরির মামলায় জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। তুহিন জানান, ছয়টি মামলায় নাজমুলকে গ্রেফতার সেখানো হয়েছিল। এর আগে ৫টি মামলায় জামিন পেয়েছেন তিনি। এখন সর্বশেষ মামলায়ও জামিন পাওয়ার তার মুক্তিতে আর কোনও বাধা নেই।

গত ৬ ফেব্রুয়ারি ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা দুটি মামলায় জামিন পেয়েছিলেন বাংলাদেশ প্রতিদিন ও একুশে টেলিভিশনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা।
ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম কুদ্দুস জামান জামিন মঞ্জুর করেন।


আদালত সূত্রে জানা যায়, এসব মামলার বাদীরা নাজমুল হুদাকে এজাহারে আসামি করেননি। এ ছাড়া তারা অভিযোগের কোথাও সন্দেহের তালিকায়ও রাখেননি তাকে। তবু আশুলিয়া পুলিশের সন্দেহ হয় সাংবাদিক নাজমুল ওই প্যান্ট চুরিসহ পাঁচ মামলার ঘটনায় জড়িত থাকতে পারেন।


গত বছর ২৩ ডিসেম্বর রাতে আশুলিয়া থানা পুলিশ বাদী হয়ে বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার বিরুদ্ধে আশুলিয়া থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করে। এর কিছুক্ষণ পরই তাকে গ্রেফতার করা হয়। এরপর পুলিশ গত বছর করা ঢাকার আশুলিয়া থানায় প্যান্ট চুরির মামলাসহ আরও পাঁচটি পৃথক মামলায় নাজমুলকে গ্রেফতার দেখানোর আবেদন করে আদালতে।

গ্রেফতারের সময়ে নাজমুল হুদার কম্পিউটার ও মোবাইল ফোনও জব্দ করা হয়। ২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসের আগে ভবনটির কাঠামোগত সমস্যা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা তিনিই প্রথম সাংবাদিক। ওই বিস্ফোরণে নিহত হন গার্মেন্টকর্মীসহ কয়েকশ মানুষ। 

/এসআইটি/এফএস/

আরও পড়ুন- 


অপরাধীদের সঙ্গে সখ্য ছিল মেয়র মিরুর ছোট ভাই মিন্টুর

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
ইমরান খান ও বুশরা বিবিরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী