X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

৪৩ কুমিরছানা গেল কার পেটে?

উদিসা ইসলাম
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:১০

 

সুন্দরবন করমজল প্রজনন কেন্দ্র সুন্দরবনের করমজল প্রজনন কেন্দ্র থেকে তিনদফায় উধাও হওয়া ৬২টি কুমির ছানা। শেষ দফায় হাওয়া হওয়া ১৯টি কুমিরছানাকে চিতাবিড়াল খেয়েছে বলে দাবি করা হলেও এখন পর্যন্ত হিসাবের বাইরে রয়ে গেছে ৪৩টি কুমিরছানা। এদিকে প্রথম দফায় উধাও ৩৪টি কুমিরের বাচ্চা নিখোঁজের মামলা তদন্ত করছে দাকোপ থানা পুলিশ। প্রথম দুই দফায় কুমির ছানা হারিয়ে যাওয়ার পর চারিদিকে হইচই পড়ে গেলেও নিরাপত্তার কোনও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্নবিদ্ধ হয়েছে প্রজননকেন্দ্রের কর্মকর্তাদের কর্মকাণ্ড। যদিও সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম বলছেন, ‘রোজ ১৫/২০টি করে ৬২টি বাচ্চায় চিতাবিড়াল খেয়ে ফেলেছে।’ আর ফরেস্ট অফিসের ওসি বলছেন, পাচারের সন্দেহ থেকেই মামলা করা হয়েছে।

সবমিলিয়ে অংকের হিসাব মিলছে না পরিবেশবাদী ও সাংবাদিকদের। প্রজননকেন্দ্র ও এর আশেপাশের কেউ মুখ খুলতে রাজি না হলেও বৃহস্পতিবার করমজল এলাকা ঘুরে এসেছেন প্রাণ-প্রকৃতি বিষয়ক সাংবাদিক হোসেন সোহেল। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০০২ সাল থেকে চিতাবিড়াল, বনবিড়াল এলো না। হঠাৎ এখন চিতাবিড়াল এলো আর  কুমির ছানা খেয়ে ফেলল! এটি অবিশ্বাস্য।’ তিনি বলেন, ‘তারা এখন যে নিরাপত্তার কথা সাংবাদিকদের বলছেন, সেটি আসলে কিছুই না। আগে থেকে যে নেট ছিল, সেটি দিয়ে বিড়াল প্রবেশের সুযোগ নেই। এখন সেই নেটের ওপর জাল বিছিয়ে দেওয়া হয়েছে কেবল দেখানোর জন্য। আমার কাছে প্রাথমিক কিছু তথ্য আছে, এগুলোর খোঁজ নিলেই মূল ঘটনা বেরিয়ে আসবে।’

হঠাৎ চিতাবাঘ আক্রমণের বিষয়ে উত্তর দিয়েছেন বন কর্মকর্তা সাইদুল ইসলাম। তিনি বলেন, ‘চিতাবিড়াল এই এলাকায় ছিল না, এটা সত্য। হয়তো দুর্বল হয়ে ঘুরতে ঘুরতে এই এলাকায় চলে এসে খাদ্যের সন্ধান পেয়েছে।’ বিড়ালটিকে মেরে ফেলার পর তাকে দুর্বল মনে হয়েছে কিনা—এমন প্রশ্নে তিনি কোনও উত্তর করেননি। তিনি বলেন, ‘আপনারা বিড়াল কুমির খেয়ে ফেলেছে বলে অবাক হচ্ছেন। কিন্তু কুমিরের বাচ্চাগুলো আট থেকে দশ ইঞ্চি। এগুলোতো চাইলে একসঙ্গে ১৫/২০টা খাওয়া সম্ভব। পরপর তিনদিন খেলেই তো ৪৫টা হয়ে যায়।’

সুন্দরবন করমজল প্রজনন কেন্দ্র

 এই ঐকিক নিয়মে তিনি হিসাব মিলিয়ে দিলেও ভিন্ন কথা বলছেন করমজল ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তৃতীয় দফায় হারানো কুমিরছানাগুলোর ছিন্নভিন্ন শরীর পাওয়া গেলেও প্রথম দফায় কোনও কিছু পাওয়া যায়নি বলেই আমি মামলা করেছিলোম। সেটি পুলিশ তদন্ত করছে। প্রথম দফায় উধাও হয় ৩৬টি। যার মধ্যে দু’টির মৃতদেহ পাওয়া গেছে।’ বাকিদের একেবারেই কোনও অস্বীত্ব না পাওয়ায় পাচার বা বিক্রির কোনও সন্দেহ তার মনে এসেছে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘সেই সন্দেহ থেকেই মামলা করা। পরের ১৯টির শরীরের নানা অংশ ছড়ানো ছিটানো পাওয়া গিয়েছে। এতে ৩৪টিরও একই পরিণতি প্রমাণ করে না। পুলিশ যথাযথ তদন্ত করে প্রকৃত ঘটনা তুলে আনবে এই প্রত্যাশায় রয়েছি। কুমিরছানা কী পরিমাণ থাকছে বা না থাকছে, এ বিষয়ে কোনও নথিভুক্তির নিয়ম আছে কিনা—জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখানে ছয় মাস হলো এসেছি। ২০১৪সালের আগের কোনও হিসাব নেই।’

গত ২৯ ও ৩০ জানুয়ারি করমজল কুমির প্রজনন কেন্দ্র থেকে দু’দফায় ৩৭টি কুমিরছানা রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। আরও ছয়টি মৃত উদ্ধার করা হয়। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ৫ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে নতুন করে আরও ১৯টির খণ্ডিত মৃতদেহ উদ্ধার করা হয়।

চিতাবিড়াল থেকে রক্ষা করতে আগের গ্রিলের ওপর নতুন করে দেওয়া হয়েছে জাল

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কাছে প্রথমদফার ৩৪টি কুমিরছানা নিখোঁজ হওয়ার মামলা রয়েছে। আমরা তদন্ত করছি। পরবর্তী সময়ে ১৯ছানার শরীরের অংশ পাওয়া গেছে এবং সেটি চিতাবিড়াল খেয়ে ফেলার কিছু প্রমাণও মিলেছে। এরপর বিড়ালটিকে গুলি করে মেরে ফেলা হয়। ময়নাতদন্তে বিড়ালের পাকস্থলীতে কুমিরছানার উপস্থিতি মিলেছে। ’

বিভিন্ন জায়গায় কুমির ছাড়া হয় বলে যে খবর পাওয়া যায় সেগুলোতো আকাশ থেকে পড়ে না উল্লেখ করে  প্রাণ-প্রকৃতি বিষয়ক সাংবাদিক হোসেন সোহেল বলেন, ‘ব্যক্তিগতভাবে অনেকে কুমির লালনপালন করেন, ইকোপার্কে কুমির আসে, পাহাড়ের কিছু জায়গায় বাঙালিরা কুমির ছেড়েছেন, এমন খবর আছে। এগুলোর কোনও কাগজপত্র আছে কিনা, সেই খোঁজ নেওয়ার সময় এসেছে। যদি ৪৩টি কুমিরছানার খোঁজই না পাওয়া যায়, তাহলে একটি ঘটনা ঢাকতে চিতাবিড়ালটিকে হত্যা করাসহ আরও কত ঘটনা ঘটানো হয়েছে, এর যথাযথ তদন্ত হওয়া জরুরি।’

ছবি: হোসেন সোহেল

 আরও পড়ুন: চিতা বিড়ালের শিকার ৬২ কুমির ছানা!

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা