X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

চিতা বিড়ালের শিকার ৬২ কুমির ছানা!

কামরুজ্জামান জসিম, মংলা
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:৫৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:৫৮

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে কুমির ছানা সুন্দরবনের করমজল প্রজনন কেন্দ্র থেকে উধাও হওয়া কুমির ছানার সন্ধান কিনা শেষ পর্যন্ত মিললো চিতা বিড়ালের পেটে! এতদিন ধরে নাশকতা বলে দাবি করে আসা ঘটনার দায়ভারও তাই চাপলো ওই চিতা বিড়ালের ওপরই। ওই চিতা বিড়ালটিকে গুলি করে মারার পর তার ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই এমন সিদ্ধান্তে পৌঁছেছে বন বিভাগ।
জানা গেছে, গত ২৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে সুন্দরবনের করমজলের প্রজনন কেন্দ্র থেকে ৩৭টি কুমিরের বাচ্চা উধাও হয় এবং ২৫টি কুমিরের বাচ্চাকে মৃত উদ্ধার করা হয়। এ ঘটনাকে এতদিন পরিকল্পিত নাশকতা বলে দাবি করে আসছিল বন বিভাগ। তবে এখন তারা বলছে, চিতা বিড়ালই ৬২টি কুমিরের বাচ্চাকে হত্যা করেছে।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মেহেদী জামান বলেন, ‘গত ২৯ ও ৩০ জানুয়ারি করমজল কুমির প্রজনন কেন্দ্র থেকে দু’দফায় ৩৭টি কুমিরের বাচ্চা রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। এছাড়া আরও ছয়টি কুমিরের বাচ্চা মৃত উদ্ধার হয়। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ৫ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে নতুন করে আরও ১৯টি কুমিরের বাচ্চার খণ্ডিত মৃতদেহ উদ্ধার করা হয়।’
এসব ঘটনা বণ্যপ্রাণী ঘটিয়েছে ধারণা হলে ১০টি ট্র্যাপিং ক্যামেরা বসানো হয় বলে জানান মেহেদী জামান। তিনি বলেন, ‘এরপর ৫ ফেব্রুয়ারি গভীর রাতে ওই চিতা বিড়ালটি দেখতে পাওয়া যায়। রাতেই ঊর্ধ্বতন মহলকে জানিয়ে চিতা বিড়ালটিকে গুলি করে হত্যা করা হয়।’
করমজল ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চিতা বিড়ালটির ময়নাতদন্তের রিপোর্ট আমরা পেয়েছি। তাতে ওই বেড়ালের পেট কেটে কুমির বাচ্চার শরীরের অনেকগুলো খণ্ডাংশ ও মাথা পাওয়া গেছে।’ তিনি আরও বলেন, ‘চিতা বিড়ালটিকে খুলনা বিভাগীয় পশু সম্পদ কর্মকর্তার ল্যাবে ময়নাতদন্ত করা হয়। অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ অফিসার ডা. অরুণ কান্তি মণ্ডল ময়নাতদন্ত পরিচালনা করেন। এসময় জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের এপিডেমিওলজিস্ট ডা. ফারহানা রহমান উপস্থিত ছিলেন।’
শুরুতে বন বিভাগ নাশকতা বললেও চিতা বিড়ালের ময়নাতদন্তের পর ৬২টি কুমিরের ছানার উধাও ও হত্যার ঘটনার হোতা ওই চিতা বিড়াল বলে প্রচারণা চালাচ্ছে বনভিাগ। পাশাপাশি কুমিরের বাচ্চাগুলোর সুরক্ষায় জোরদার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমানে প্রজনন কেন্দ্রে কুমিরের বাচ্চা সুরক্ষায় নজরদারি ও পাহারা আরও জোরদার করা হয়েছে। প্রজনন কেন্দ্রটি নিরাপদ রাখতে নেটজাল দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে কুমির বাচ্চার সব প্যান। প্যানগুলোকে ঘিরে মোতায়ন করা হয়েছে সশস্ত্র চার জন বনরক্ষী।’
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৩ সালে প্রজনন কেন্দ্রের এ প্যান থেকে ৮টি, ২০১৪ সালে ১১টি এবং ২০১৫ সালে আরও ১৭টি কুমির বাচ্চা উধাও হয়েছিল। কিন্তু বনবিভাগের কাছে এর কোনও হিসাব ছিল না। ২০০২ সালে এ কুমির প্রজনন কেন্দ্রের যাত্রা শুরু হলেও এ পর্যন্ত কুমিরের সঠিক পরিসংখ্যান নিয়ে কোনও রেজিস্ট্রার নেই।
করমজল প্রজনন কেন্দ্রের দায়িত্বে থাকা ফরেস্টার তহিদুল ইসলাম বলেন, ‘২০১৪ সাল থেকে বন্যপ্রাণীর পরিসংখ্যান নিয়ে একটি রেজিস্ট্রার খোলা হয়। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে এ রেজিস্ট্রার মেইনটেইন করা হচ্ছে। এর আগে যারা দায়িত্বে ছিলেন তারা এ রেজিস্ট্রার মেইনটেইন করেননি।’
এদিকে দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার মেইনটেইন না করায় বিভিন্ন মহলের ধারণা, একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র স্থানীয় বনকর্মীদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে এ প্রজনন কেন্দ্রের কুমির পাচার করে আসছে।
এর আগে গণনায় কুমিরের বাচ্চা কম পাওয়ার ঘটনায় এক বনকর্মীকে সাময়িক বরখাস্ত ও এক অস্থায়ী কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছিল। এ ঘটনায় এক সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।
আরও পড়ুন-
বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ৪৩টি কুমিরের বাচ্চা চুরি!

ছাত্রলীগ নেতার পুরো নাম না জানায়...


/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ