X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৭, ২৩:২৯আপডেট : ০১ মার্চ ২০১৭, ২৩:৩৭

ট্রেন চাকরির জন্য ঢাকায় এসে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মাহাবুব আলম (২২) নামের এক কলেজছাত্রের। বুধবার (১ মার্চ) সন্ধ্যা ৭টায় খিলক্ষেত রেলগেট এলাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দুই ট্রেনের মাঝখানে পড়ে ধাক্কা খেয়ে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে রাত ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত মাহাবুব আলম ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাশিনগর গ্রামের ফজলুল হকের ছেলে। ছয় ভাইয়ের মধ্যে মাহাবুব আলম দ্বিতীয়। তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
নিহতের চাচাত ভাই আবুল হাসেম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ও মাহাবুব চাকরির সন্ধানে গত রবিবার (২৬ ফেব্রুয়ারি) গাজীপুরে এক আত্মীয়ের বাসায় আসি। গত তিন দিন ধরে আমরা চাকরির বিজ্ঞাপন দেখে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করেছিলাম।’
আবুল হাসেম আরও বলেন, ‘বুধবার (১ মার্চ) বিকালে মাহাবুব চাকরির জন্যই গাজীপুর থেকে খিলক্ষেত যান। সন্ধ্যার পর খিলক্ষেত রেলগেটের কাছে তিনি দুই রেললাইনের মাঝখানে প্রস্রাব করার জন্য যান। এমন সময় দুই দিক থেকে দু’টি ট্রেন আসে। তিনি উঠে দাঁড়াতেই একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন।’
আহত অবস্থায় মাহাবুবকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত ১০টায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন এসআই বাচ্চু মিয়া।

আরও পড়ুন-

বনশ্রীতে যুবককে পিটিয়ে হত্যা

পর্যটন ও বিমানের ৭ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

/এআইবি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!