X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বার কাউন্সিল পরীক্ষায় বসতে দেওয়ার দাবি এলএলবি ডিগ্রিধারীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৭, ১৭:৪৮আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১৭:৫৪

বার কাউন্সিলের পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে দুবছর মেয়াদে এলএলবি (পাস) কোর্স উত্তীর্ণ শিক্ষার্থীদের বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার করার দাবি জানিয়েছে অধিকার বঞ্চিত শিক্ষানবিশ আইনজীবী ফোরাম।

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিতভাবে এই দাবি তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক রামচন্দ্র দাশ ।
বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে দুবছর মেয়াদী এলএলবি (পাস) কোর্স ডিগ্রিপ্রাপ্ত ও শিক্ষানবীশ আইনজীবী, ৪০ বছর ঊর্ধ্ব-বয়সী আইনে ডিগ্রিপ্রাপ্ত এবং অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে  সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে রামচন্দ্র দাশ বলেন, ‘২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের আওতায় ও ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে দুবছর মেয়াদী এলএলবি (পাস) কোর্সে ডিগ্রিপ্রাপ্ত ও শিক্ষানবীশ আইনজীবী এবং অধ্যয়নরত শিক্ষার্থীরা এতদিন ধরে বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণ করে আসছিল।কিন্তু অনিয়ম করায় দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে রিট পিটিশনের কারণে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণ স্থগিত করা হয়।  যা আমাদের প্রতি চরম অন্যায় ও অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’

দাবিগুলো তুলে ধরে তিনি বলেন,‘বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণ করার এবং আইন পেশায় সনদ গ্রহণ করার জন্য বয়সসীমা ৪০ বছর নির্ধারণ না করার দাবি জানাচ্ছি। কতিপয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেআইনি কার্যক্রমের জন্য নির্দোষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ঢালাওভাবে দোষারোপ করে অনিশ্চয়তার মধ্যে না ফেলার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,অধিকার বঞ্চিত শিক্ষানবীশ আইনজীবী ফোরামের আহ্বায়ক রামচন্দ্র দাশ, যুগ্ম-আহ্বায়ক, কামরুজ্জামান ভূঁইয়া, সদস্য সচিব হেলাল-ই-আজম, সাংগঠনিক সচিব, হেলেনা খাতুন ও যুগ্ম- সাংগঠনিক সচিব তাহমিনা নাজু প্রমুখ।

/আরএআর/ এপিএইচ/

আরও পড়ুন: সীতাকুণ্ডে ‘জঙ্গি আস্তানা’ থেকে পৃুলিশকে লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ

সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ