X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গ্রেফতার ৫ জঙ্গি কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৭, ২২:০০আপডেট : ২১ মার্চ ২০১৭, ২২:২০


গ্রেফতার ৫ জঙ্গি
জঙ্গি সংগঠন নব্য জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের দুই প্রকৌশলীসহ ৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। কোতোয়ালী থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদের কারাগারে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়েছিল। কিন্তু, মামলাটির মূল নথি না থাকায় ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক কায়সারুল ইসলাম তাদের রিমান্ড আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতার জঙ্গিরা হচ্ছেন আনোয়ারুল আলম (২৯), আবুল কাশেম (২৬), মো. মোহন আলী (২০), ওলিউজ্জামান ওরফে ওলি (২৭) ও সালেহ আহমেদ (২১)।
বিকাল ৩টার  দিকে মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও র‌্যাব-১-এর সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করীর এই ৫ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য মুখ্য মহানগর হাকিম আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। কিন্তু, মামলার নথি উপস্থাপন করতে পারেননি তিনি। এ কারণে আদালত রিমান্ড আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠিয়ে দেন।
বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন, সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক শাফায়েত আলী।

খেলনা অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা খেলনা অস্ত্র ও বিস্ফোরক
তিনি আরও জানান, মামলার মূল নথি পাওয়া সাপেক্ষে আগামী ২৮ মার্চ শুনানির দিন রেখেছেন বিচারক।
উল্লেখ্য, সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জঙ্গি সন্দেহে দুই প্রকৌশলীসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময়ে তাদের কাছ থেকে উগ্রবাদের বই,  খেলনা স্নাইপার ও পিস্তল, বোমা তৈরির সরঞ্জামাদি, নগদ ৩ লাখ ১৪ হাজার টাকা এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের নব্য জেএমবি নেতা সারওয়ার-তামিম গ্রুপের নেতা-কর্মী বলে দাবি করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়।

/এসআইটি/টিএন/

এ সংক্রান্ত আরও খবর: গ্রেফতার জঙ্গিদের কাছ থেকে খেলনা পিস্তল ও বিস্ফোরক উদ্ধার

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা