X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দেখে লেখার সুযোগ দিতে এক বেঞ্চিতে ৪ পরীক্ষার্থী!

এস এম আববাস
০৯ এপ্রিল ২০১৭, ০১:০৮আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ০১:০৮

এইচএসসি মিরপুরের সরকারি বাংলা কলেজ কেন্দ্রের একটি অংশের পরীক্ষা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে। এখানে একই বেঞ্চিতে চারজন পর্যন্ত শিক্ষার্থী বসে পরীক্ষা দিচ্ছেন। এভাবে গাদাগাদি করে পরীক্ষা দিলেও পরীক্ষার্থী বা অভিভাবকদের কোনও অসন্তুষ্টি নেই। কারণ এতে দেখে লেখার সুযোগ মিলছে। এসব তথ্যের সত্যতা মেলে পরীক্ষার পর পরীক্ষার্থীদের আলাপ-আলোচনা থেকে। বিষয়টি পরীক্ষা কেন্দ্রের আশেপাশের অনেকেই জানেন। তবে তা জানে না কেবল শিক্ষা বোর্ড।

যোগাযোগ করা হলে পরীক্ষা উপ-নিয়ন্ত্রক অদ্বৈত কুমার রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গাদাগাদি করে পরীক্ষা নেওয়া বা অনিয়মের ব্যাপারে পরবর্তী পরীক্ষার দিন থেকে ব্যবস্থা নিতে পারবো। আমরা কাউকেই ছাড় দিচ্ছি না। যদি দেখে লেখার সুযোগ দেওয়া হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফজর আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি পরীক্ষা কেন্দ্র নয়; সরকারি বাংলা কলেজ কেন্দ্রের একটি অংশের পরীক্ষা হচ্ছে এখানে। ঢাকা কমার্স কলেজের ১ হাজার ৯০৩ জন পরীক্ষা দিচ্ছে। আমি আগেই জানিয়েছি, এখানে জায়গা কম। দেখে লেখার ব্যাপারে তিনি এ প্রতিবেদককে বলেন, ‘পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে আছে সরকারি বাংলা কলেজ। এ নিয়ে তাদের সঙ্গে আপনার কথা বলা উচিত।’

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা শুরুর পর ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের আশেপাশের বেশ কয়েকজন দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানান, এক কলেজের সব পরীক্ষার্থীকে এখানে আসন দেওয়া হয়েছে। দেখাদেখি করে লেখার সুযোগ তো তারা পাবেই। বেশি টাকা খরচ করে কমার্স কলেজে লেখাপড়া করান অভিভাবকরা। সবাইকেই তো পাশ করাতে হবে। তাই এই আয়োজন।

তবে অভিভাবকরা জানান, এভাবে গাদাগাদি করে পরীক্ষা দিলেও পরীক্ষার্থীদের কোনও সমস্যা হচ্ছে না। তাদের দাবি, শিক্ষকরা তাদের ‘বেঞ্চি বড়’ বলে নিশ্চিত করেছেন। সমস্যা এড়াতে অপেক্ষাকৃত ছোট বেঞ্চিতে তিনজন করে বসানো হয়।

বনশ্রীর বাসিন্দা আব্দুল জব্বার নামে এক অভিভাবক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ছেলে যে বেঞ্চিতে বসেছে, তাতে আরও তিনজন আছে। তবে কোনও সমস্যা হচ্ছে না। পরীক্ষাও ভালো হচ্ছে।’

দেখে লেখার ব্যাপারে তিনি বলেন, ‘না, এমনটা জানি না। তবে সবার পরীক্ষাই ভালো হচ্ছে। আমরা সবাই সন্তুষ্ট। এখানে পরিবেশ ভালো।’

শুধু আব্দুল জব্বারই নন, তার মতো আরও বেশ কয়েকজন অভিভাবকও তাদের সন্তুষ্টির কথা জানান।

পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে মূল সড়কের পাশের চায়ের দোকানে শিক্ষার্থীরা এসে ভিড় করে। ওই সময় তারা কার কেমন পরীক্ষা হয়েছে তা নিজেদের মধ্যে ভাগাভাগি করেন। রফিক (ছদ্মনাম) নামে এক পরীক্ষার্থী অন্য একজনের কাছে পরীক্ষা কেমন হয়েছে তা জানতে চান। উত্তরে ওই পরীক্ষার্থী জানান, ‘খুব একটা ভালো হয়নি। সময়ের অভাবে সে কিছু প্রশ্নের জবাব লিখতে পারেনি। এ সময় রফিক বলে, ‘তুই তো পুরোটাই কপিপেস্ট করলি, তাও খারাপ হলো কেন!’

পরীক্ষার্থীদের আলাপ থেকে জানা যায়, অতিরিক্ত খাতা নেওয়ার পর হুবহু দেখে লেখার জন্য মূল খাতা পাশের জনকে দেওয়া হয়। এটাকে পরীক্ষার্থীরা ‘কপিপেস্ট’ বলেন। ওই সময় এটাও জানা যায়, একজন লেখার সময় তা অন্যরাও কোনও প্রকার বাধা ছাড়াই লিখতে পারেন।

পরীক্ষা শেষে ৪০৩ নম্বর কক্ষের একজন পরীক্ষার্থী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই রুমে ৬৯ জন পরীক্ষা দিচ্ছেন। সেখানে দুইজন পরিদর্শক ছিলেন।’ ২০২ নম্বর কক্ষের আরেক পরীক্ষার্থী বলেন, ‘এক বেঞ্চিতে চারজন বসেছিলাম।’ আরও কয়েকজন পরীক্ষার্থী জানান, বেঞ্চ বড় হওয়ায় সমস্যা হয় না। তিনজন বসেছে এমন বেঞ্চিই বেশি।

পরীক্ষায় দেখে লেখার সুযোগ আছে কিনা জানতে চাইলে একজন পরীক্ষার্থী বলেন, ‘সে তো খানিকটা থাকবেই। তবে নকল করছে না কেউ।’ ঠিক ওই মুহূর্তেই পাশ থেকে অন্য একজন রসিকতার সুরে বলেন, ‘এরপর আর নকল করার দরকার কী!’

/এসএমএ/এমএ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!