X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ট্যানারি মালিক-শ্রমিক সমাবেশে প্রশ্নবিদ্ধ মালিকরাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৭, ২০:৫৭আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ০১:২৭

ট্যানারি শ্রমিকদের সমাবেশ গত বছর শ্রম মন্ত্রণালয়ে মালিক-শ্রমিকদের বৈঠকে হওয়া দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন না হওয়াকে ঘিরে ট্যানারি মালিকদের প্রতি অসন্তোষ জানিয়েছেন শ্রমিকরা। আদালতের নির্দেশে ট্যানারিগুলো বন্ধ করে দেওয়ার পর থেকে নানা কর্মসূচি চালিয়ে আসা শ্রমিকরা মঙ্গলবার (১৮ এপ্রিল) হাজারীবাগে ট্যানারি শিল্প খাতের শ্রমিকদের এক সমাবেশে মালিকদের প্রশ্নবিদ্ধ করেন।
সমাবেশে শ্রমিকরা অভিযোগ করেন, শ্রমিকদের নিরাপত্তায় চুক্তি অনুযায়ী নিয়োগপত্র ও প্রত্যয়নপত্র দেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন করেনি মালিকরা। একইসঙ্গে তাদের স্বার্থ নিয়ে কেউ ভাবেনি উল্লেখ করে শ্রমিক নেতারা বলেন, হাজারীবাগের ৬০ থেকে ৭০ একর জমিতে যে কারখানাগুলো ছিল, তাদের জন্য সাভারে ২শ একর জমির ব্যবস্থা করা হয়েছে। অথচ শ্রমিকদের আবাসনের কোনও ব্যবস্থা সেখানে নেই, নেই চিকিৎসা ও বিনোদনের সুবিধা।
হাজারীবাগের ট্যানারি মোড়ে শ্রমিক সমাবেশটি আয়োজন করে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন ও চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ। চামড়া শিল্পের শ্রমিকদের পাশাপাশি মালিকপক্ষের প্রতিনিধিরাও এতে বক্তব্য রাখেন। এসময় মালিকপক্ষকে পুরোপুরি বিশ্বাস করা যায় কিনা, সে প্রশ্ন তোলেন শ্রমিক নেতারা।
ট্যানারি শ্রমিকদের সমাবেশে বক্তব্য রাখছেন এক শ্রমিক নেতা সমাবেশে সভাপতিত্বকারী ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ও ঐক্য পরিষদের সদস্যসচিব আবুল কালাম আজাদ বলেন, ‘ঐক্য পরিষদের দাবি বাস্তবায়নে আমরা মালিকদের সঙ্গে আছি। কিন্তু মালিক-শ্রমিক দুই পক্ষের মধ্যে আগে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তির বাস্তবায়ন এখনও হয়নি। বরং অনেক মালিক এখন শ্রমিকদের বেতন দিচ্ছেন না, ছাটাই করছেন।’
সমাবেশে ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ শ্রমিকদের দাবির বিষয়ে বলেন, ‘চুক্তি অনুযায়ী শ্রমিকদের নিয়োগপত্র ও প্রত্যয়নপত্র দিতে হবে। যেসব মালিক তা মানবেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চুক্তিতে আমাদের নিরাপত্তা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি।’
সমাবেশে মালিকপক্ষের উপস্থিতি নিয়েও অসন্তোষ জানান শ্রমিকরা। তবে উপস্থিত মালিকদের বক্তব্য রাখার সুযোগও দেওয়া হয় সমাবেশে। এসময় বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন বলেন, ‘এখন আমাদের সবার বিপদ। সেখান থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগের চেয়ে অনেক দ্রুত গতিতে সমস্যার সমাধান করতে হবে।’
বক্তৃতায় ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, ‘আগের চুক্তি বাস্তবায়ন না করে, শ্রমিক ছাটাই করে ঐক্য পরিষদের নয় দফা দাবি বাস্তবায়ন কখনোই সম্ভব হবে না।’
/এমটি/ইউআই/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘কোন মার্কায় ভোট দেবে’ পাশে দাঁড়িয়ে বলে দিচ্ছেন আরেকজন
‘কোন মার্কায় ভোট দেবে’ পাশে দাঁড়িয়ে বলে দিচ্ছেন আরেকজন
নিজ্জার হত্যা: কানাডার আদালতে হাজির অভিযুক্ত তিন ভারতীয়
নিজ্জার হত্যা: কানাডার আদালতে হাজির অভিযুক্ত তিন ভারতীয়
পাওল নাটোর্পের রবীন্দ্র-মূল্যায়ন
পাওল নাটোর্পের রবীন্দ্র-মূল্যায়ন
ঢাকাই সিনেমায় রবীন্দ্রনাথ...
কবিগুরুর ১৬২তম জন্মজয়ন্তীঢাকাই সিনেমায় রবীন্দ্রনাথ...
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা