X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বই পড়া কর্মসূচির আওতায় ১০ লাখ বই বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৭, ২২:১৮আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ২২:৩৪

শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ছবি- ফোকাস বাংলা)

বিশ্ব বই ও কপিরাইট দিবস উপলক্ষে বই পড়া কর্মসূচির আওতায় পুরস্কার হিসেবে দেশব্যাপী ১০ লাখের বেশি বই বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ‘সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট’ (সেকায়েপ), বাংলাদেশ ন্যাশন্যাল কমিশন ফর ইউনেস্কো (বিএনসিইউ) এবং বিশ্বসাহিত্য কেন্দ্র যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আওতায় দেশের ২৫০টি উপজেলায় সেকায়েপ প্রকল্পভুক্ত ১২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ৬ লাখ ৫২ হাজার পাঠক বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। পুরস্কার হিসেবে তাদের মধ্যে ১০ লাখের বেশি বই বিতরণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সেকায়েপ প্রকল্পভুক্ত প্রতিষ্ঠানগুলোর ২০ লাখ ৭০ হাজার পাঠক বই পড়া কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আজ  ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির ছয় লাখ ৫২ হাজার ছাত্রছাত্রীর হাতে পুরস্কারের এ বই তুলে দেয়া হচ্ছে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘সেকায়েপ প্রকল্পের মাধ্যমে ২৫০টি উপজেলার ১২ হাজার ১১৭টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি চালু রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ডিসেম্বর ২০১৬ পর্যন্ত ৬১ লাখ ৬০ হাজার ছাত্রছাত্রী বই পড়ার সুযোগ পেয়েছেন। ২০১৭ সালে আরও ২১ লাখ শিক্ষার্থী বই পড়ার সুযোগ পাচ্ছে।’

বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ছবি- ফোকাস বাংলা)

সেকায়েপ প্রকল্পের পরিচালক মো. মাহামুদ-উল-হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান এবং ইউনেস্কো ঢাকা অফিসের হেড অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ মিজ বিয়াট্রিস কালডুন এবং পাঠ্যাভ্যাস উন্নয়ন কর্মসূচির কো- টিম লিডার শরীফ মো. মাসুদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

পরে শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় পর্যায়ে ঢাকার পার্শ্ববর্তী ৭টি উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের বই পড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কারের বই বিতরণ করেন।

/এসএমএ/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী