X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুই সেমিস্টার চালু করা হলে শিক্ষার্থীদের খরচ বাড়বে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৭, ০৩:১৮আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ০৩:২৮

‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুই সেমিস্টার চালু করা হলে শিক্ষার্থীদের খরচ বাড়বে’ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যমান তিন সেমিস্টারের বদলে দুই সেমিস্টার পদ্ধতি চালু করা হলে শিক্ষার্থীদের খরচ বাড়বে। এমনটাই মনে করে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতির এমন অবস্থান তুলে ধরেছেন সংগঠনের চেয়ারম্যান শেখ কবির হোসেন।
তিনি বলেন, বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গত ২৫ বছর ধরে বছরে তিন সেমিস্টার পদ্ধতিতে শিক্ষাদান করে আসছে। পদ্ধতিটি অত্যন্ত সফল ও পরীক্ষিত। সরকারের পক্ষ থেকে হঠাৎ করে প্রতিষ্ঠিত ও সফল একটি পদ্ধতিকে ভেঙে দুই সেমিস্টারের নির্দেশনা দেওয়া আমাদের কাছে বোধগম্য নয়। এর ফলে শিক্ষার্থীদের খরচ কমবে বলে যে ধারণা দেওয়া হচ্ছে সেটি প্রকৃত অর্থে বাস্তবসম্মত নয়।

শেখ কবির হোসেন বলেন, দুই সেমিস্টার পদ্ধতি চালু হলে শিক্ষার্থীদের খরচ কমার কোনও কারণ নেই। উল্টো মাসভিত্তিক ফি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এপিইউবি মনে করে, এমন একটি সিদ্ধান্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিকাশে বাধা হয়ে দাঁড়াতে পারে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সবসময়ই সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বিষয়টিকে গুরুত্ব দিয়ে আসছে। আমরা আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে চাই।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি তাদের শিক্ষা পদ্ধতিকে তিন সেমিস্টার থেকে দুই সেমিস্টারে নিয়ে আসতে নির্দেশ দিয়েছে। গত ১১ এপ্রিল ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান একটি টিভি চ্যানেলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও এর ট্রাস্টিদের সম্পর্কে কিছু অযাচিত মন্তব্য করেছেন। বিষয়টি অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর নজরে এলে সমিতির চেয়ারম্যান এ নিয়ে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন। এ সময় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান তাকে জানান, ওই চ্যানেল তার বক্তব্যকে খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করেছে।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন