X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শেষ বিদায়ে স্বজন হারানো কান্নায় ভারি বাংলা ট্রিবিউন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৭, ১৫:২৫আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১৫:৫৫

সাংবাদিক ওমর ফারুকের মরদেহ বাংলা ট্রিবিউন কার্যালয়ে আনার পর শোকাভিভূত সহকর্মীরা

বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি ওমর ফারুক পশ্চিম পান্থপথে তার কর্মস্থল বাংলা ট্রিবিউনের তিন তলা থেকে নেমে প্রতিদিন এই পথ ধরেই চলে যেতেন। আজও সেই একই পথেই বেরিয়ে গেলেন তিনি। কিন্তু এর আগে কখনও এত মানুষ অশ্রুসজল চোখ দাঁড়িয়ে দেখেননি তাকে। এর আগে তার চলে যাওয়া দেখে কেউ মনে মনে বলেননি, ‘এভাবে যেতে নেই, ফারুক ভাই।’ আজ রবিবার (৩০ এপ্রিল) সহকর্মীসহ আশপাশের পরিচিতজনরা তার প্রস্থানের পথ ধরে দাঁড়িয়ে রইলেন ঠায়। তারা সবাই আজ জানেন, ওমর ফারুক আর ফিরবেন না।

বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি এবং নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুক আর নেই। রবিবার ভোর সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৫১ বছর।

বাংলা ট্রিবিউন কার্যালয়ে দ্বিতীয় জানাজার আগ মুহূর্ত

বেলা সোয়া ২টার কিছুক্ষণ পরে নিজ কর্মস্থল বাংলা ট্রিবিউনে ওমর ফারুকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল, হেড অব নিউজ হারুন উর রশিদ, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান এবং বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের সহকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। এছাড়া ওমর ফারুকের স্ত্রী, দুই মেয়ে ও স্বজনরাও উপস্থিত হয়েছিলেন। বিভিন্ন গণমাধ্যমে তার সাবেক সহকর্মীরা শেষবারের ওমর ফারুকের সান্নিধ্য পেতে হাজির হয়েছিলেন পান্থপথের কার্যালয়ে।

ওমর ফারুককে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল

এর আগে, দুপুর ১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয় ওমর ফারুকের মরদেহ। সেখানে বিভিন্ন গণমাধ্যমের কর্ণধার, সহকর্মী, ও সাংবাদিক নেতাদের ‍উপস্থিতিতে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। এসময় সবার শ্রদ্ধায় সিক্ত হন সদ্যপ্রয়াত এই সাংবাদিক। ডিআরইউয়ের সামনে ওমর ফারুকের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথম জানাজায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। এসময় তিনি ওমর ফারুকের কর্মময় জীবন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করে তার আত্মার মাগফিরাত কামনা করেন।

ওমর ফারুকের প্রতি ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহানের শেষ শ্রদ্ধা

এর আগে শনিবার (২৯ এপ্রিল) দুপুরে খবর সংগ্রহের পর অফিসে প্রবেশের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ইসিজি ও এনজিওগ্রাম করার পর হার্টের শিরায় দু’টি ব্লক ধরা পড়ায় চিকিৎসকের পরামর্শে তাৎক্ষণিকভাবে সিসিইউতে ভর্তি করা হয় তাকে। শুরুতে রিং পড়াতে চাইলেও কিছু জটিলতা দেখা দেওয়ায় তার বাইপাস সার্জারির প্রয়োজন হবে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু সেই সার্জারির আগেই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ওমর ফারুক।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত প্রথম জানাজায় অংশ নিয়ে ওমর ফারুকের কর্মজীবন নিয়ে কথা বলেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন

কর্মজীবনে দৈনিক সমাচার, দৈনিক রুপালি, দৈনিক আজকের কাগজ, দৈনিক যুগান্তর ও বাংলা ট্রিবিউনে কাজ করেছেন ওমর ফারুক। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য। মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন তিনি। পাঁচ ভাই ও চার বোনের মধ্যে তিনি সবার ছোট। তার বড় মেয়ে ফারিহা ওমর ইরা দশম শ্রেণিতে ও ছোট মেয়ে দীপিকা ওমর দিয়া ৬ষ্ঠ শ্রেণিতে পড়ছে। তার স্ত্রী সানজিদা ওমর সৈকত।

/ইউআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী