X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘ব্লু হেলমেট’ পুলিশের সাফল্য বিশ্বব্যাপী প্রশংসিত: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৭, ২১:৪৯আপডেট : ০২ মে ২০১৭, ২১:৪৯

বক্তব্য রাখছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ‘ব্লু হেলমেট’ পুলিশের সাফল্য এখন বিশ্বব্যাপী প্রশংসিত। সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ পুলিশের ব্লু হেলমেট পরা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক। মঙ্গলবার (২ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে শান্তিরক্ষা মিশনগামী পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক উল্লেখ করেন, বিশ্বের সংঘাতপূর্ণ ও যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে বাংলাদেশ পুলিশের ‘ব্লু হেলমেট’ পরা সদস্যদের অনবদ্য অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। তাদের দক্ষতা, নৈতিকতা ও উঁচুমানের পেশাদারিত্ব বিশ্ববাসীর অকুণ্ঠ সমর্থন ও প্রশংসা অর্জন করেছে। এর ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের মর্যাদা ও সম্মান।

পুলিশ শান্তিরক্ষীদের দেশের ‘অ্যাম্বাসাডর’ আখ্যা দিয়ে আইজিপি বলেন, ‘আপনারা বাংলাদেশ ও পুলিশ বাহিনীর সুনাম এবং মর্যাদা বৃদ্ধিতে কাজ করবেন। দেশের ভাবমূর্তি রক্ষাকেই আপনাদের প্রতিটি কাজে প্রাধান্য দিতে হবে। জাতিসংঘের ম্যান্ডেট সমুন্নত রেখে দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে শান্তিরক্ষা মিশনে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে।’

জানা গেছে, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের অধীনে দারফুরে মো. মনিরুজ্জামান, কঙ্গোতে সৈয়দা জান্নাত আরা, মালিতে মো. জিয়াউল হক এবং আনসার উদ্দিন খান পাঠানের নেতৃত্বে চারটি কনটিনজেন্টে ৬০০ পুলিশ যোগ দেবেন।

বর্তমানে দারফুর, হাইতি, কঙ্গো, মালি, দক্ষিণ সুদান ও লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ১৬৪ জন নারী সদস্যসহ ১ হাজার ৬ জন দায়িত্ব পালন করছেন। কঙ্গো এবং হাইতি মিশনে মোতায়েন রয়েছে বাংলাদেশ পুলিশের দুটি নারী কন্টিনজেন্ট।

১৯৮৯ সালে যাত্রা শুরুর পর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৬ হাজার ৯৭৬ জন সদস্য মিশন সম্পন্ন করেছেন। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেছেন পুলিশের ২০ সদস্য।

/জেইউ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী