X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নিয়ম অমান্যকারী বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ করা হবে: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৭, ২১:৩১আপডেট : ১৫ মে ২০১৭, ২১:৩১

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ফাইল ফটো) নিয়ম অমান্যকারী বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার (১৫ মে)অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে ভাষণের সময় তিনি এ হুঁশিয়ারি দেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা নিয়ম মানে না, তারা বেশিদিন ক্যাম্পাস পরিচালনা করতে পারবে না। তাদের আইনী প্রক্রিয়ায় বন্ধ করে দেওয়া হবে। ইতোমধ্যে অনিয়ম করা বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব ক্যাম্পাসে ফেরার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন এবং একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেশের বাস্তবতা এবং জনগণের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফিসহ সব ধরনের ব্যয়ে একটি সীমা নির্ধারণ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

জঙ্গি কার্যক্রম নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে, সেসময় একদল স্বাধীনতাবিরোধী এই উন্নয়ন-অগ্রগতিকে ব্যাহত করতে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মেধাবী শিক্ষার্থীদের সন্ত্রাস ও জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়াচ্ছে। শিক্ষার্থীদের ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীরা যাতে জঙ্গিদের কবলে না পড়ে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

সমাবর্তনে ১৭ হাজার ২৮৪ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। দশ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর অ্যাওয়ার্ড এবং ১৮ জনকে বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেওয়া হয়।

সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। সমাবর্তন বক্তা ছিলেন ভারতের লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মোহা.মোজাম্মিল।

এছাড়া অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আনোয়ারা বেগম, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম খান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য গোলাম সারোয়ার কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

/আরএআর/এসএমএ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা