X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাবির নীল দলের দুই প্যানেলে ঐক্য

ঢাবি প্রতিনিধি
১৬ মে ২০১৭, ২২:০০আপডেট : ১৬ মে ২০১৭, ২২:১৮

সিনেট ভবন (ছবি- অনলাইন থেকে সংগৃহীত) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নীল দলের দুই প্যানেল ঐক্য ফিরে এসছে। মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় দুই প্যানেলে প্রার্থী এবং নির্বচান কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্টারা জানান, মঙ্গলবার প্রধানমন্ত্রীর দফতরে বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত এক দীর্ঘ বৈঠকে প্রধানমন্ত্রী আগামী ২২ মে সিনেট শিক্ষক প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর এই নির্দেশের পর ঢাবির নীল দলের দুই প্যানেলে ঐক্য সৃষ্টি হয়।

সংশ্লিষ্টরা আরও জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং নীল দলের মাকসুদ কামালের নেতৃত্বাধীন প্যানেলের ১৪ জন প্রার্থী।

মাকসুদ কামাল প্যানেলের এক প্রার্থী বলেন, ‘প্রধানমন্ত্রী সব ভেদাভেদ ভুলে নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বলেছেন। এতে আমরা সম্মত হয়েছি।’

এদিকে, নীল দলের আহ্বায়ক অধ্যাপক নাজমা শাহীন প্যানেলের প্রার্থী অধ্যাপক এজে এম শফিউল আলম ভূঁইয়া বলেন, ‘আমরা সব সময় ঐক্যবদ্ধ ছিলাম। মাঝে একটু ভুল বোঝাবুঝি হয়েছিলো। এখন আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি।’

নির্বাচন কমিশনার ড. কামাল উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে নীল দলের দুই প্যানেল ঐক্যমতে পৌঁছেছে।

এর আগে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট শিক্ষক প্রতিনিধি নির্বাচনে নির্বাচনী আচরণ-বিধি ভঙ্গের দায়ে নীল দলের (বিদ্রোহী নীল দল) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মাকসুদ কামালের নেতৃত্বাধীন প্যানেলের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। একইসঙ্গে কমিশন নীল দলের আহ্বায়ক কমিটি এবং সাদা দলের মোট নির্বাচনের জন্য ৬৯জন প্রার্থীর নাম, ব্যালট নম্বর তালিকা চূড়ান্তভাবে প্রকাশ করে।

/এসএমএ/

আরও পড়ুন

ঢাবি সিনেট প্রতিনিধি নির্বাচনে বিদ্রোহী নীল দলের প্রার্থিতা বাতিল

সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি