X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

দেশে আইন নাই, বিচার নাই: ব্যারিস্টার মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৭, ১৬:০২আপডেট : ০৭ জুন ২০১৭, ২০:৪৯





উচ্ছেকারীদের সঙ্গে কথা বলছেন ব্যাস্টিার মওদুদ আহমদ

‘দেশে বিচার বলে কিছু নাই, দেশে আইন আছে নাকি। এখন আর কী করবো। আমার মতো নাগরিকের আর কী করার আছে। এখন রাতে ফুটপাতে ঘুমাবো।’ গুলশানের বাড়ি থেকে রাজউকের উচ্ছেদ প্রক্রিয়া শুরুর পর বাংলা ট্রিবিউনকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এ কথা বলেন।


ব্যারিস্টার মওদুদ আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালতের কোনও আদেশ নাই। কোনও নোটিশ নাই। অথচ রাজউকের লোকজন জোর করে বাড়িতে ঢুকে গেছে। আর আমি গতকাল মঙ্গলবার (৬ জুন) প্রথম জজ আদালতে সরকার ও রাজউকের বিরুদ্ধে দেওয়ানি মামলা (নং ৫৬১/২০১৭) করেছি, নিষেধাজ্ঞা পাওয়ার জন্য। যাতে করে আমাকে কোনও রকমের ডিস্টার্ব না করে তারা। আদালত তাদেরকে সমন ইস্যু করেছে। আগামী ১৯ জুলাই শুনানির জন্য তারিখ ধার্য রয়েছে। এর মধ্যেই তারা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।’ 
মওদুদ আরও বলেন, ‘দেশে যে আজ আইনের শাসন নাই, দেশে যে কোনও সভ্যতা নাই, এ সরকার সেটাই করেছে। আজকে আমি রাজনীতি করি বলে, বিরোধী দলে আছি বলে আমাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। সুপ্রিম কোর্টে যে মামলা ছিল সেটা নিষ্পত্তি হয়ে গেছে। আজকে (বুধবার) আদালতের কোনও আদেশ আছে? তারা যে বাড়িতে ঢুকে গেলো দেশে কি আইন নাই? আইন অনুযায়ী উচ্ছেদ করতে হবে।’
বাড়ির বাইরে ফুটপাতে চেয়ারে উচ্ছেদকারীদের সঙ্গে কথা বলছেন ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মওদুদ পাল্টা জানতে চান, ‘কে বলেছে এটা রাষ্ট্রীয় সম্পত্তি? এটা রাষ্ট্রীয় সম্পত্তি নয়। এটার যে মহিলা মালিক ছিলেন তার সন্তান আছে। তারা এটার এখন উত্তরাধিকারী। আমার ভাই বায়না করেছিল, সেই হিসেবে আমরা দখলে আছি। এখন কোর্ট বলেছে বায়না হবে না। ঠিক আছে ভালো কথা। আমার যে দখল সেটার কাগজপত্র আছে। মালিক বা মালিকের সন্তান আমাকে উচ্ছেদ করার জন্য আইন অনুযায়ী মামলা করতে পারে।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন আমার কী করার আছে। রাতে ফুটপাতে শুয়ে থাকবো। জোরের বিরুদ্ধে, বেআইনি শক্তির বিরুদ্ধে আমাদের মতো নাগরিকদের করার আর কী আছে। রাজনীতি ও বিরোধী দল করি বলেই কি আজকে এই অবস্থা। সরকারি দলের কেউ যদি হতো তাহলে আজকে এরকম হতো না। এটা প্রতিহিংসার একটা চরম দৃষ্টান্ত স্থাপন করেছে এ সরকার। ’
বেআইনি এ দখলবাজির বিরুদ্ধে নিশ্চয়ই আইনের আশ্রয় নেবো। ৩৬ বছর এ বাড়িতে আছি। আমার জিনিসপত্র কিভাবে নামিয়েছে দেখেন। ওরা আইনের প্রক্রিয়ায় যায়নি। গায়ের জোরে করছে।’

ছবি: নাসিরুল ইসলাম
এনএল/জেইউ/এপিএইচ/

আরও পড়ুন- 

রাজউক দখল নেওয়ার পর মওদুদের বাড়ির সামনে খালেদা জিয়া
মওদুদের মালামাল গেলো গুলশানের ফ্ল্যাটে

মওদুদের বাড়ির নিয়ন্ত্রণ নিয়েছে রাজউক

বাড়িতে ঢুকতে না পেরে ফুটপাতে চেয়ারে বসে পড়লেন মওদুদ

সম্পর্কিত
সর্বশেষ খবর
খারকিভে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে রাশিয়া: ইউক্রেন
খারকিভে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে রাশিয়া: ইউক্রেন
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’
ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গ্যান্টজের পদত্যাগের হুমকি
ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গ্যান্টজের পদত্যাগের হুমকি
উপজেলা নির্বাচনের প্রচারণায় অংশ না নিতে এমপিকে রিটার্নিং কর্মকর্তার চিঠি
উপজেলা নির্বাচনের প্রচারণায় অংশ না নিতে এমপিকে রিটার্নিং কর্মকর্তার চিঠি
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক