X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আখিদুলের চিকিৎসা খরচ দিতে চান না বাড়িওয়ালা, শঙ্কিত পরিবার

আমানুর রহমান রনি
১৬ জুলাই ২০১৭, ১৯:২৭আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১৯:২৯

ইউডার শিক্ষার্থী আখিদুল ইসলাম রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মাদিয়া হাউজিংয়ের একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে গুরুতর আহত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউডা’র শিক্ষার্থী মো. আখিদুল ইসলামের চিকিৎসার খরচ দিতে চান না বাড়িওয়ালা। এদিকে আখিদুলের পরিবারের পক্ষেও তার চিকিৎসার ব্যয় বহন করা কঠিন বলে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। আখিদুলের চিকিৎসা নিয়েও শঙ্কিত তারা। উভয়পক্ষকে নিয়ে মোহাম্মদ থানা পুলিশ কয়েক দফা বৈঠকে বসলেও বাড়িওয়ালাকে চিকিৎসা খরচ দিতে রাজি করানো যায়নি। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর ও উভয়পক্ষের স্বজনদের সঙ্গে আলোপকালে এসব তথ্য জানান।

শুক্রবার (১৪ জুলাই) দুপুরে মোহাম্মাদিয়া হাউজিং-এর ৭ নম্বর সড়কের ১/বি নম্বর বাড়ির নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিন তলার দেয়ালের ইট খসে পড়ে গুরুতর আহত হন মো. আখিদুল ইসলাম।

আখিদুলের বড়বোন নাসরিন হোসেন জানান, ‘নির্মাণাধীন ভবনটির নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় তৃতীয় তলার দেয়ালের ইট খসে তার মাথায় পড়ে। এতে সে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতাল নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ওইদিনই স্কয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। স্কয়ার হাসপাতালে অপারেশন শেষে তাকে আইসিউতে রাখা হয়েছে। শনিবার রাতে তার জ্ঞান ফিরলেও আশঙ্কা কাটেনি।’

নাসরিন হোসেনের স্বামী মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আখিদুল আমার সঙ্গেই মোহাম্মদপুরের মোহাম্মাদিয়া হাউজিংয়ের ৮ নম্বর সড়কের ১০৯ নম্বর বাসায় থাকতো। আমরা সেখানে ভাড়া থাকি। ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য আখিদুলকে পঙ্গু, ঢামেক হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে আনা হয়। এখানে তার ভালো চিকিৎসা হচ্ছে। তবে দুশ্চিন্তার কারণ হলো, এখানের খরচ। আমাদের মতো পরিবারের পক্ষে এখানের খরচ চালানো সম্ভব নয়। আমরা বাড়িওয়ালাকে জেল খাটাতে চাই না, আমরা চাই আখিদুলের চিকিৎসা হোক। এ জন্য পুলিশও বাড়িওয়ালাকে নির্দেশ দিয়েছে। কিন্তু বাড়িওয়ালা চিকিৎসার খরচ দিতে রাজি হননি। আমরা বাড়িওয়ালার সঙ্গে কয়েকবার বসেছি। তাতে কোনও কাজ হয়নি।’ তিনি বলেন, ‘বাড়িওয়ালা সর্বোচ্চ এক লাখ টাকা দিতে চান। কিন্তু শনিবার পর্যন্ত স্কয়ারে প্রায় ২ লাখ ৪২ হাজার টাকার বিল হয়েছে। এরমধ্যে আখিদুলের গুরুত্বপূর্ণ একটি অস্ত্রোপচার হয়েছে। খরচ আরও বাড়বে। এই খরচ কিভাবে আমরা মেটাব? তাদের ত্রুটির কারণে আজ আখিদুল মৃত্যুর সঙ্গে লড়াই করছে। অথচ তারা দায় নিতে চান না।’

চিকিৎসকদের বরাত দিয়ে আখিদুলের স্বজনরা জানান, ‘আখিদুল মস্তিষ্কে আঘাত পেয়েছেন। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ৪৮ ঘণ্টা শেষেও আখিদুলকে আশঙ্কামুক্ত বলতে পারছেন না চিকিৎসকরা।’

এদিকে ওই বাড়িটি নির্মাণের সময় রাজউকের নির্দেশনা অনুযায়ী কোনও নিরাপত্তা ব্যবস্থা নেননি বাড়িওয়ালা—এ অভিযোগ করে আহতের স্বজনরা দাবি করেছেন, বাড়িওয়ালার গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, গতশুক্রবার (১৪ জুলাই) ওই নির্মানণাধীন তিনতলা ওই বাড়িটির ছাড়ে প্যান্ডেল করে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। তখন নির্মাণাধীন ওই বাড়িটির ছাদ থেকে দেয়ালের একাংশ ধসে পড়ে নিচ থেকে হেটে যাওয়া আখিদুল।

এ দুর্ঘটনার পর মোহাম্মদপুর থানায় অভিযোগ করেছেন আখিদুলের বোন। এরপর পুলিশ বাড়িওয়ালাসহ দু’জনকে আটক করে থানায় নিয়ে এসেছে। তারা রবিবার পর্যন্ত থানায় আটক করে রাখা হয়েছে। পুলিশ আখিদুলের চিকিৎসার ব্যয় নিতে বাড়িওয়ালাকে চাপ প্রয়োগ করছে।

আখিদুলের চিকিৎসাব্যয় বহন না করার বিষয়ে বাড়িওয়ালার শ্যালক মো. লুৎফর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ঘটনার পর থেকেই ওই ছেলেটির খোঁজ-খবর নিচ্ছি। ঘটনার পর বাড়িওয়ালা মো. মোশাররফ হোসেন ও তার ছেলে ফয়সালকে পুলিশ মোহাম্মদপুর থানায় নিয়ে আটক করে রেখেছে। আমরা আলোচনা করে চেষ্টা করছি, আমরাও চাই ছেলেটির ভালো চিকিৎসা হোক।’

এদিকে এই ঘটনায় ইউডার শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে দোষীদের শাস্তি দাবি, আখিদুলের উন্নত চিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেছেন।

আখিদুল ইউডা’র চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের ৪০তম আবর্তের শিক্ষার্থী।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার পরপরই আমরা দু’জনকে আটক করেছি। আখিদুলের চিকিৎসার জন্য তার স্বজনরা হাসপাতালে ব্যস্ত। তাদের শনিবার রাতে থানায় ডেকে উভয় পক্ষের সঙ্গে বৈঠক করা হয়েছে। পুলিশ পাঠিয়ে ছেলেটির খোঁজ নিয়েছি। পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায় ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন: নির্মাণাধীন ভবনের ইট মাথায় পড়ে শিক্ষার্থী আহত, বাড়িওয়ালাসহ আটক ২

/এআরআর/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত