X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঝুঁকিমুক্ত হননি আল্লামা শফী, চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গু

রঞ্জন বসু, দিল্লি
২৬ জুলাই ২০১৭, ০২:০৭আপডেট : ২৬ জুলাই ২০১৭, ০২:১১

 

আল্লাম শফী (ফাইল ছবি: সংগৃহীত) ভারতের রাজধানী দিল্লিতে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের প্রধান আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা এখনও বিপদমুক্ত নয়। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় তার শরীরের রক্তকণিকার সংখ্যা বিপজ্জনকভাবে কমে গেছে বলে জানিয়েছেন চিকিৎসা সংশ্লিষ্টরা।  তার চিকিৎসা কোন পথে এগোবে (‘ফাইনাল লাইন অব ট্রিটমেন্ট’) তাও  স্থির করে উঠতে পারেননি চিকিৎসকরা।

আল্লামা শফী যার আতিথ্য নিয়ে ভারতে চিকিৎসার জন্য গিয়েছেন, সেই জমিয়তে-উলামা-ই-হিন্দের নেতা মাহমুদ মাদানি মঙ্গলবার বিকেলে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হুজুরের অবস্থা মোটের ওপর এখন স্থিতিশীল বলা যেতে পারে। কিন্তু তিনি আশঙ্কামুক্ত, এমনটা বলার সময় এখনও আসেনি। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তার চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে।’

আল্লামা শফী এখনও হাসপাতালে ভিজিটদের সঙ্গে দেখা করা বা কথা বলার মতো অবস্থাতেও নেই বলে মাহমুদ মাদানি এই প্রতিবেদককে জানিয়েছেন।

প্রায় ৯৫ বছর বয়সী আল্লামা শফী শনিবার দিল্লি বিমানবন্দরে নামার পরই তাকে সরাসরি নিয়ে ভর্তি করানো হয় দিল্লির সরিতা বিহার এলাকায় অবস্থিত ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে। সেদিন থেকে তিনি ওই হাসপাতালের ইনটেন্সিভ কেয়ার ইউনিটেই ভর্তি আছেন। মথুরা রোডে ওপর অবস্থিত এই অত্যাধুনিক হাসপাতালটিকে ভারতের সেরা চিকিৎসাকেন্দ্রগুলোর একটি বলে গণ্য করা হয়।  

আল্লামা শফীর চিকিৎসার জন্য অ্যাপোলো যে মেডিক্যাল বোর্ড গঠন করেছে, তার নেতৃত্বে আছেন ইন্টারন্যাল মেডিসিন বিশেষজ্ঞ ড. আলোক আগরওয়াল। এছাড়া ওই টিমে নিউরোসায়েন্টিস্টসহ বিভিন্ন শাখার বিশেষজ্ঞ চিকিৎসকদের রাখা হয়েছে।

হেফাজত আমিরের শারীরিক অবস্থা নিয়ে অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকে কোনও মেডিক্যাল বুলেটিন অবশ্য এখনও জারি করা হয়নি। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, হেফাজতে ইসলামের প্রধান মূলত বার্ধক্যজনিত নানা রোগেই আক্রান্ত। কিডনি, প্যানক্রিয়াসসহ তার শরীরের অনেক অঙ্গপ্রত্যঙ্গই ঠিকমতো কাজ করছে না।

কিন্তু সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বিপজ্জনকভাবে কমে গেছে, আর এ বিষয়টাই চিকিৎসকদের সবচেয়ে উদ্বেগে রেখেছে। ভারতে যাওয়ার বেশ আগে, চট্টগ্রামের হাটহাজারিতে থাকতেই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন বলে চিকিৎসকরা নিশ্চিত হয়েছেন। তার রক্তকণিকার সংখ্যা দ্রুত বাড়ানোর জন্য এখন চেষ্টা চলছে।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে আল্লামা শফীর এমআরএই স্ক্যান করানো হয়। এই পরীক্ষার ফল হাতে পাওয়ার পরই অ্যাপোলোর মেডিক্যাল বোর্ড স্থির করবে, কিভাবে তার পরবর্তী চিকিৎসা এগোবে।

এর আগে গত শনিবার (২২শে জুলাই) আল্লামা শফীকে উন্নত চিকিৎসার জন্য বিমানযোগে দিল্লিতে নিয়ে যাওয়া হয়।  সঙ্গে তার ছেলে মওলানা আনাস মাদানি ও তিনজন ব্যক্তিগত সহকারীও রয়েছেন। অ্যাপোলো হাসপাতালে তারা সবাই পালা করে আল্লামা শফীর সঙ্গে সারাক্ষণই থাকছেন।

এছাড়া ভারতে তিনি যার অতিথি হয়ে গেছে, সেই জমিয়তে উলামা-ই হিন্দের একটি গোষ্ঠীর সাধারণ সম্পাদক মাহমুদ আসাদ মাদানি ও তার সংগঠনের লোকজনেরাও সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত