X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাবিতে ‘ক্যাম্পাস জার্নালিজম অ্যাওয়ার্ড’ প্রদান

ঢাবি প্রতিনিধি
২৯ জুলাই ২০১৭, ০৭:৪৪আপডেট : ২৯ জুলাই ২০১৭, ০৭:৪৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মরত তরুণ সাংবাদিকদের ২টি ক্যাটাগরিতে ৬ জনকে পুরস্কৃত করা হয়েছে। প্রতিযোগিতার জন্য জমা পড়া ২১টি রিপোর্টের মধ্যে সেরা রিপোর্ট নির্বাচন করে ৩ সদস্যবিশিষ্ট জুরি বোর্ড।

শুক্রবার (২৮ জুলাই) বিকাল ৫টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ঢাবিসাস) আয়োজিত ‘ক্যাম্পাস জার্নালিজম অ্যাওয়ার্ড ২০১৭’ শীর্ষক এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। শহীদ শাহ চিশতী হেলালুর রহমান ট্রাস্ট ফান্ড ও মনোয়ার আহমেদ স্মৃতি ট্রাস্ট ফান্ডের পক্ষ থেকে যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

মনোয়ার আহমেদ ট্রাস্ট ফান্ডের পক্ষ থেকে যুগ্মভাবে প্রথম পুরস্কার পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফের ডট কমের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক তপন কান্তি রায় ও দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মাহমুদুল হাসান নয়ন।এ ফান্ডের দ্বিতীয় পুরস্কার পেয়েছেন দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মাহদী আল মুহতাসিম নিবিড়।

এছাড়া শহীদ শাহ চিশতী হেলালুর রহমান ফান্ডের প্রথম পুরস্কার পেয়েছেন দ্য ডেইলি অবজারভারের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আবদুল করিম। যুগ্মভাবে এ ফান্ডের দ্বিতীয় পুরস্কার পান দৈনিক বণিকবার্তার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সাইফ সুজন ও দ্য ডেইলি স্টারের মাহদী আল মুহতাসিম নিবিড়। তৃতীয় পুরস্কার পান দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ উদ্দীন।

জুরি বোর্ডের প্রধান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. মফিজুর রহমান। ট্রাস্ট ফান্ডের পরিচালকের দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। জুরি বোর্ডের অন্য দুই সদস্য হলেন- ঢাবিসাসের সাবেক দুই সাধারণ সম্পাদক রিয়াদুল করিম ও ইলিয়াস খান।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানুষের মেধা। মেধা ও তথ্য মিলে পৃথিবীকে এগিয়ে নিচ্ছে। সংবাদকর্মীরা সত্যকে তুলে আনেন। যথার্থ বস্তুনিষ্ঠতার সাথে সংবাদ পরিবেশন করতে হবে। বস্তুনিষ্ঠতা ছাড়া সংবাদের কোনও মূল্য নেই। একটি ভালো গণমাধ্যম সবসময় সুসম্পাদিত। শিক্ষার্থী-সাংবাদিকদের অনেকে হয়তো পরবর্তী সময়ে সাংবাদিকতায় থাকবে না। তবে এ অভিজ্ঞতা তাদের সব ক্ষেত্রে সহায়ক হবে।'

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ