X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অর্থমন্ত্রী ‘জ্ঞানশূন্য’, তথ্যমন্ত্রী ‘ষড়যন্ত্রকারী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৭, ০৪:৫৮আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ০৫:০৯

ডিইউজে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ‘জ্ঞানশূন্য’ অভিহিত করেছেন সাংবাদিক নেতারা। তারা বলেছেন, সাংবাদিকদের কর্মকাণ্ড সম্পর্কে যার কোনও জ্ঞান নেই, তিনি জ্ঞানশূন্য। সাংবাদিকদের বেতন-কাঠামো নিয়ে বক্তব্য দেওয়ার কারণে তাই অর্থমন্ত্রী ক্ষমা চাইতে হবে বলেও জোর দাবি জানিয়েছেন তারা। একইসঙ্গে তথ্যমন্ত্রীকেও সাংবাদিকদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ অভিহিত করে তার অপসারণের দাবি তোলেন তারা। এসময় সাংবাদিক নেতারা দ্রুত নবম ওয়েজবোর্ডের ঘোষণা দেওয়ার দাবি জানান।
বুধবার (১৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা এসব কথা বলেন।
অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্যকে ‘অশোভন’ উল্লেখ করে সাংবাদিক নেতারা বলেন, ‘সাংবাদিকদের নিয়ে অর্থমন্ত্রী যা বলেছেন তা রীতিমতো সাংবাদিকদের জন্য অপমানজনক। তার দেওয়া এ অশোভন বক্তব্য প্রত্যাহার করতে হবে।’ একইসঙ্গে তথ্যমন্ত্রীর অপসারণেরও দাবি জানিয়েছেন তারা।

সভায় বক্তারা আরও বলেন, ‘রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে সবসময় আমরা পেশাগত দায়িত্ব পালন করি। সংবাদ সংগ্রহ করে দেশবাসীকে জানাই। কিন্তু আজ কাজ ফেলে বৃষ্টির মধ্যে এখানে প্রেসক্লাবের সামনে জমায়েত হতে হয়েছে সরকারের এই জ্ঞানশূন্য মন্ত্রীর জন্য।’

সাংবাদিকরা বলেন, ‘তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তাতে যোগ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আমরা এই ষড়যন্ত্রকারী তথ্যমন্ত্রীর অপসারণ চাই।’ দাবি আদায় না হলে সংবাদ পরিবেশন করা বন্ধ করা হবে উল্লেখ করে নেতারা বলেন, সামনে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে। সংবাদ পরিবেশন বন্ধ করে দেশ অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

ডিইউজে সভাপতি শাবান মাহমুদের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সহ-সভাপতি আতিকুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী প্রমুখ।

আরও পড়ুন-

সিরিজ বোমা হামলার ১২ বছর: বিচারাধীন এখনও ৪৬ মামলা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, সেতুমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

/আরএআর/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা