X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অজ্ঞান পার্টির হাতে বিমানের টিকিটের টাকা খোয়ালেন তরুণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৭, ০৬:৩০আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ০৬:৪৫

অজ্ঞান পার্টি রাজধানীর আরামবাগে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সজল (২৭) নামে এক তরুণ ৮০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন খুইয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সৌদি আরব যাওয়ার টিকিট কেনার জন্য ওই টাকা তিনি বহন করছিলেন বলে জানা গেছে। বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
সজলের চাচা কাওরান বাজারের কাঁচামাল ব্যবসায়ী শহীদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, সজলের বাড়ি বরিশাল। সৌদি যাওয়ার জন্য বিমানের টিকিট কাটতে তিনি বুধবার সকালে ঢাকায় আসেন। ওই টিকিটের দাম ৮০ হাজার টাকা। তবে তার কাছে কিছু টাকা কম ছিল। ৮০ হাজার টাকা পূরণ করতে সজল ধার করার জন্য সকালে সাভারে তার ভগ্নিপতির বাসায় যান। সেখান থেকে টাকা নিয়ে বিআরটিসি বাসে করে সাভার থেকে মতিঝিলের পথে রওনা দেন তিনি।
শহীদুল ইসলাম জানান, বিকালে আরামবাগ পুলিশ বক্সের কাছে বিআরটিসি পরিবহন থেকে তাকে অচেতন অবস্থায় নামানো হয়। এরপর তার ভগ্নিপতির মোবাইলে ফোন করে জনৈক একজন সজলের অচেতন হয়ে পড়ে থাকার খবর দেন। ভগ্নিপতি ফোন করে শহীদুল ইসলামকে বিষয়টি জানালে তিনি আরামবাগ থেকে সজলকে উদ্ধার করে সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এসআই বাচ্চু মিয়া জানান, বুধবার সন্ধ্যায় সজলকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার কাছে থাকা ৮০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন অজ্ঞান পার্টির সদস্যরা হাতিয়ে নিয়েছে বলে শুনেছি। সজল সুস্থ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন-

রাজধানীতে পুলিশ সদস্যের স্ত্রীর ‘আত্মহত্যা’

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চালক-হেলপার নিহত

/এআইবি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী