X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চালক-হেলপার নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৭, ০৫:২৮আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ০৬:০৩

সড়ক দুর্ঘটনা রাজধানীর শ্যামপুর ও ক্যান্টনমেন্ট থানা এলাকার সড়কে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় একটি মিনিবাসের চালক ও একটি ট্রাকের হেলপার নিহত হয়েছেন। বিকাল সাড়ে ৫টা ও রাত সাড়ে ৯টার দিকে এই দুই দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানা ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শ্যামপুরে বাহাদুরশাহ্ পরিবহনের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে যায়। এই দুর্ঘটনায় ওইমিনিবাসের চালক আব্দুল মমিন (৩২) নিহত হন।
শ্যামপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জসিম উদ্দিন জানান, বাহাদুরশাহ্ মিনিবাস জুরাইন থেকে দয়াগঞ্জ যাওয়ার পথে মুন্সীবাড়ী গলির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে তুলে দেন। এতে চালক গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সন্ধ্যা ৬ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এএসআই জসিম উদ্দিন আরও জানান, নিহত আব্দুল মমিনের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে তার পুরো পরিচয় পাওয়া যাবে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় হোটেল র্যা ডিসন ব্লু’র সামনের সড়কে বাসচাপায় এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। নিহতের নাম মো. চৌধুরী (৪৫)।
ট্রাক চালক আবুল হোসেন জানান, গাজীপুর থেকে ট্রাকযোগে মালামাল নিয়ে তারা ঢাকার বাংলাবাজারে আসছিলেন। রাত সাড়ে ৯টার দিকে হোটেল র্যা ডিসন ব্লু’র সামনে পৌঁছালে রাস্তায় ট্রাকটি যানজটে আটকা পড়ে। এসময় ট্রাকের হেলপার মো. চৌধুরী ট্রাক থেকে নেমে হেঁটে ডানপাশে যাওয়ার চেষ্টা করছিল। এমন সময় ট্রাফিক সিগন্যাল ছেড়ে দিলে গাজীপুরা-২৭ পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে চাপা দেয়। এতে চৌধুরী গুরুতর আহত হলে তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও পরে রাত পৌনে ১২টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহত মো. চৌধুরীর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন-

স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা

রাজধানীতে বাসায় ডেকে নিয়ে মডেল ও উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ

/এআইবি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে