X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু সম্পর্কে নতুন নতুন বিষয় জানতে পারছি: রাদওয়ান মুজিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৭, ০৩:১১আপডেট : ২০ আগস্ট ২০১৭, ০৩:১৮

বক্তব্য রাখছেন রাদওয়ান মুজিব (ছবি- সংগৃহীত) ‘তরুণ প্রজন্ম গবেষণা করে আমার নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে নতুন নতুন তথ্য দিচ্ছে। আমি তাদের কাছ থেকে নতুন নতুন বিষয় জানতে পারছি।’ এই কথাগুলো বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

শনিবার বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়ামে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু মার্ডার কেস : জার্নি, অ্যাকমপ্লিসমেন্ট অ্যান্ড রিমেইনিং চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

রাদওয়ান মুজিব  বলেন,  ‘১৯৯৩ সালে আমরা বাংলাদেশে দ্বিতীয়বারের মতো ফেরত আসি। তখন আমাদের বয়স ১২-১৩। বন্ধুদের সঙ্গে রাজনীতি নিয়ে আলাপ হতো। বন্ধুরা তখন অনেকে জেনারেল জিয়ার কথা বলতেন। উনি এই, উনি সেই। যেই ব্যক্তি ইনডেমনিটি অর্ডিন্যান্স পাশ করে, সে কিভাবে ভালো হতে পারে। এটা আবার কোন ধরনের ন্যাশনাল হিরো? এ সময় অনেকেই ইনডেমনিটি অর্ডিন্যান্স সম্পর্কে জানত না। ‘৭৫ সাল নিয়ে সঠিক তথ্য জানত না। অনেক বিষয়েই তারা জানত না। এ সময় আমি আর আমার কিছু বন্ধু এ বিষয়গুলো নিয়ে কথা বলতাম। অন্যদের বোঝাতাম। এটা আমাদের জন্য সংগ্রাম ছিল।’

তিনি বলেন, ‘দীর্ঘ সময় আমার মা এবং খালা মাননীয় প্রধানমন্ত্রীকে বাধ্য হয়ে বিদেশে থাকতে হয়। এ কারণে লন্ডনে  আমার  জন্ম ১৯৮০ সালে। এরপর ১৯৮২-৮৩ সালে কিছুদিনের জন্য ঢাকায় আসলাম। তখন বেশ ছোট ছিলাম। বাবার পিএইচডি শেষ হওয়ার পর ১৯৮৬ আমরা বাংলাদেশে ফেরত আসলাম। আমি এখানে এসে একটি স্কুলে ভর্তি হলাম। বনানীতে কেজি ওয়ান, কেজি টু। খুব ভালো লাগত স্কুল। অনেক বন্ধুরা ছিল। আমার বেস্ট ফ্রেন্ডরা ছিল এই স্কুলে। হঠাৎ করে মা একদিন বললেন, আমার স্কুল বদলাতে হবে। আমি তখন খুব মন খারাপ করলাম। মার সঙ্গে রাগ করলাম। কেন স্কুল বদলাতে হবে। আমার বেস্ট ফ্রেন্ডরা এখানে পড়তেছে। তখন মা বলল, এখানে খুনিদের বাচ্চারা পড়ালেখা করছে।’

রাদওয়ান মুজিব  আরও  বলেন, ‘আমি তখন ছোট ছিলাম, অতকিছু বুঝতাম না। আসলে সে সময় এই হত্যাকারীদের কিছু শিশুও আমার স্কুলে ভর্তি হয়েছিল। স্কুল থেকে বেশ কয়েকবার আমাদের অনুসরণ করে বাসা পর্যন্ত মানুষজন আসল। এ ছাড়াও প্রতিদিন স্কুল গেটে তাদের মুখোমুখি হওয়া। পূর্বের বক্তারাও বলেছেন, সে সময় ফ্রিডম পার্টির মানুষজন কিভাবে বুক ফুলিয়ে চলাফেরা করত। সে কারণেই মা আর আমাকে ওই স্কুলে পড়াতে রাজি হননি। তখন মার কাছে জানতে চেয়েছিলাম, এরা কোন খুনি? আর যদি খুনি হয়, সবাই জানে, তাহলে তারা এভাবে ঘুরে বেড়াচ্ছে কিভাবে? শিশু হিসেবে আসলে তখন ভাল-মন্দের বাইরে কিছু ভাবতে পারছিলাম না। মা তখন আমাকে ইনডেমনিটি অর্ডিন্যান্সের কথা বলেন। ওই ছোট বয়সেই আমি অবাক হয়ে গিয়েছিলাম। এটা আবার আইন হতে পারে নাকি? একজনকে খুন করে তার বিচার না করার জন্য আইন আবার কিভাবে হয় ?’

বাংলাদেশের বদলে যাওয়া প্রেক্ষাপটে বঙ্গবন্ধুকে নিয়ে কাজ হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমার এখন ভালো লাগছে। কারণ, আমি যখন ছোট ছিলাম, তখন আমার সবাইকে জানাতে হতো, এটা জানো নাকি, ওটা জানো নাকি। কিন্তু বর্তমানে তরুণ প্রজন্ম গবেষণা করে আমার নানা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে নতুন নতুন তথ্য দিচ্ছে। আমি তাদের কাছ থেকে নতুন নতুন বিষয় জানতে পারছি। এটা ভালো লাগছে।’

/এমএইচ/এপিএইচ/

আরও পড়ুন: সোমবার আনিসুল হ‌কের সর্ব‌শেষ অবস্থা জানা‌বে হাসপাতাল কর্তৃপক্ষ

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী