X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নার্স নিয়োগ পরীক্ষার নতুন তারিখ এখনও ঠিক হয়নি

জাকিয়া আহমেদ
১৫ অক্টোবর ২০১৭, ১৫:৩০আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৫:৩০

নার্স নিয়োগ পরীক্ষার নতুন তারিখ এখনও ঠিক হয়নি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল করা সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার নতুন তারিখ এখনও ঠিক হয়নি। কবে নাগাদ আবারও পরীক্ষা অনুষ্ঠিত হবে সেবিষয়ে কিছুই জানেন না সংশ্লিষ্টরা। এদিকে পরীক্ষা বাতিল হওয়ায় বিপাকে পরীক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার আয়োজন করে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় গত ৮ অক্টোবর রাতে পরীক্ষা বাতিল করে সংস্থাটি। পিএসসি’র এক প্রজ্ঞাপনে বলা হয়,‘অনিবার্য কারণবশত সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। পরবর্তী সময়ে এ পদে পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে।’

কিন্তু এখনও পরীক্ষার কোনও তারিখ ও সময় ঘোষণা না করায় বেশ উদ্বেগ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। নাম প্রকাশ না করার শর্তে একজন পরীক্ষার্থী বলেন,‘পরীক্ষা বাতিল হলেও এখন পর্যন্ত জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি। এমনকি এ বিষয়ে কেউ কিছুই বলছে না। ফলে আমরা অন্ধকারের মধ্যে আছি। আবার কবে পরীক্ষার নতুন তারিখ হবে সে বিষয়েও এখনও কিছু জানানো হচ্ছে না।’

এদিকে প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তে দুটি কমিটি করেছে পিএসসি। কিন্তু,কমিটি কবে নাগাদ এ সংক্রান্ত প্রতিবেদন দেবে সে বিষয়ে কিছু জানা যায়নি। গত ৬ অক্টোবর প্রশ্ন ফাঁসের অভিযোগ অস্বীকার করে পিএসসি’র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনও কারণ নেই। আমরা প্রশ্নপত্রের একাধিক সেট তৈরি করি এবং পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে লটারি করে প্রশ্ন দেওয়া হয়। তাই প্রশ্ন ফাঁসের অভিযোগ আমার কাছে গুজব বলে মনে হয়।’

তিনি আরও বলেন, ‘প্রশ্ন ফাঁসের বিষয়ে আমরা কিছুই জানি না। আমাদের কাছে এ ধরনের কোনও ইনফরমেশন নেই। তবে কিছু কালপ্রিট রয়েছে যারা সব পরীক্ষার আগেই এ ধরনের গুজব তৈরি করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।’

কিন্তু, প্রশ্ন ফাঁসের তথ্য ও ছবিসহ সম্বলিত একাধিক প্রতিবেদন ওই দিনই বাংলা ট্রিবিউনসহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। এর দু’দিন পরেই পরীক্ষা বাতিল করে পিএসসি।

প্রশ্ন ফাঁস এবং তদন্ত কমিটির বিষয়ে জানতে শনিবার ড. মোহাম্মদ সাদিককে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এমনকি মোবাইলে মেসেজ পাঠিয়েও তার কোনও বক্তব্য পাওয়া যায়নি। পরে পিএসসি’র জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন এ প্রতিবেদককে ফোন করেন জানান, প্রশ্ন ফাঁসের বিষয়ে পিএসসির পক্ষ থেকে কমিটি করা হয়েছে। আমাদের স্যাররা সবাই ৩৬ এবং ৩৭তম বিসিএস পরীক্ষার ফলাফল নিয়ে ব্যস্ত থাকায় নার্স নিয়োগ পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়নি। কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে কিছুই বলতে পারছি না।’

এ বিষয়ে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক তন্দ্রা সিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রশ্ন তৈরি ও পরীক্ষা নেওয়ার দায়িত্ব পিএসসির। কিভাবে প্রশ্ন ফাঁস হলো সেটা তারাই ভালো বলতে পারবে।’

ঢাকার বাইরের একজন পরীক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন,‘যারা বিসিএস দিয়ে পাস করবে,তাদের মূল্য বেশি। কারণ,তারা সরকারের উচ্চ পদে চাকরি করবে।কিন্তু আমরাতো নার্স, নিম্ন শ্রেণি, তাই আমাদের পরীক্ষার প্রশ্ন ফাঁস হলেও কারও কিছু যায় আসে না। নতুন করে কবে পরীক্ষা হবে সে বিষয়েও কোনও সিদ্ধান্ত হয় না। প্রশ্ন ফাঁসের দায়িত্বও কেউ নিতে চায় না। কিন্তু এভাবে আমরা কতোদিন বসে থাকবো? আমরাতো পরীক্ষা দিয়েই পাস করতে চাই। অনৈতিকভাবে কিছুতো চাইনি।’

উল্লেখ্য, সিনিয়র নার্স পদটিকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার পর থেকে পিএসসির মাধ্যমে এ পদে নিয়োগ পরীক্ষা হয়। এতে উত্তীর্ণদের সরাসরি মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। গত ৬ অক্টোবর রাজধানীর ১২টি কেন্দ্রে ১৬ হাজার ৯০০ জন নার্স এ পরীক্ষায় অংশ নেন। এখান থেকে ৪ হাজার ৬০০ জনের নিয়োগ পাওয়ার কথা ছিল।

আরও পড়ুন:  



প্রধান বিচারপতির বক্তব্যে আমি স্তম্ভিত: আইনমন্ত্রী 
সুপ্রিম জুডিশিয়াল কনসেপ্ট গ্রহণ করিনি, রিভিউ’র প্রস্তুতি নিচ্ছি: অ্যাটর্নি জেনারেল

/জেএ/এসএনএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা