X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

জলমগ্ন ঢাকায় জলজটের দুর্ভোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৭, ১৪:৫৬আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৪:৫৭

বৃষ্টির পানি জমে রাজধানীতে দুর্ভোগ (ছবি: সাজ্জাদ হোসেন) দুই দিনের বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। টানা বৃষ্টিতে নগরীর নিচু এলাকার অলি-গলিসহ কোনও কোনও এলাকার প্রধান সড়কেও পানি জমে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (২১ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নগরীতে ১৪৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায়  দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সকাল থেকেই রাজপথে গণপরিবহনের উপস্থিতি ছিল কম। তবে শ্রমজীবী মানুষকে রাস্তায় নামতে হয়েছে। তারাই বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। বৃষ্টির পানি জমে রাজধানীতে দুর্ভোগ (ছবি: সাজ্জাদ হোসেন)

সকালে রাজধানীর মিরপুর এলাকার প্রধান সড়কগুলোতে হাঁটু সমান পনি জমে যায়। মিরপুর ১০ নম্বর থেকে শেওড়াপাড়া পর্যন্ত সড়কটি পানিতে থৈ থৈ করছে। রোকেয়া সরণিতে পানি জমে গেছে। সড়কে গণপরিবহনের উপস্থিতি কম হওয়ায় অনেক মানুষকে হেঁটে গন্তব্যে ফিরতে দেখা গেছে। কিছু কিছু স্থানে পানিতে আটকা পড়ে যানবাহন বিকল হয়ে পড়ার খবর পাওয়া গেছে। বৃষ্টির পানি জমে রাজধানীতে দুর্ভোগ (ছবি: সাজ্জাদ হোসেন)

ধানমন্ডি ৩২ নম্বর, মালিবাগ, পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড, খিলক্ষেতের প্রধান সড়কসহ নগরীর বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা গেছে। এসব এলাকায় অলিগলিতে পানি জমে দোকানপাট ডুবে গেছে। ভাঙাচোরা রাস্তাগুলোয় যাত্রীদের দুর্ভোগ আরও বেশি। ঝুঁকি নিয়ে জলমগ্ন ভাঙা রাস্তায় চলতে হচ্ছে রিকশা-সিএনজিসহ ব্যক্তিগত যানবাহনগুলোকে।

বনানী ১১ নম্বর এলাকা থেকে হোটেল র‌্যাডিসনের আগের ফ্লাইওভার পর্যন্ত সড়কেও এক হাঁটু পানি। উত্তরা যাওয়ার পথে থেমে থেমে পানির মধ্যে গাড়ি চলছে। উত্তরা থেকে ফেরার পথে রয়েছে যানজট। নৌবাহিনী সদর দফতরের সামনে এত পানি আগে কখনও দেখা যায়নি। বৃষ্টির পানি জমে রাজধানীতে দুর্ভোগ (ছবি: সাজ্জাদ হোসেন)

সকালে ধানমন্ডির উদ্দেশে রাজধানীর দক্ষিণ বনশ্রীর বাসা থেকে বের হন  ব্যবসায়ী রাশেদ উদ্দিন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যে পরিমাণ বৃষ্টি ও  বাতাস তাতে বাসা থেকে বের হতেও ভয় হচ্ছে। বড় একজন পার্টনার অফিসে আসছেন, সে জন্যই বের হয়েছি। বাসার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। কিন্তু কোনও রিকশা, সিএনজি কিছুই পাচ্ছি না।’ বৃষ্টির পানি জমে রাজধানীতে দুর্ভোগ (ছবি: সাজ্জাদ হোসেন)

আগারগাঁও এর বাসিন্দা ও একটি জাতীয় দৈনিকের সংবাদকর্মী রহমত উল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল ১০টার পর তালতলা, আগারগাঁও, শেওড়াপাড়াসহ বিভিন্ন এলাকা পানিতে ডুবে গেছে বলে খবর পেয়েছি। দুর্ভোগ এড়াতে প্রয়োজন ছাড়া লোকজন বাসা থেকে বের হচ্ছেন না। তবে যানজটও তেমন দেখা যায়নি। দুর্বল ড্রেনেজ সিস্টেমের কারণে পানি দ্রুত নামতে পারছে না। সিটি করপোরেশন বা ওয়াসার কোনও কর্মীকেও পানি সরানোর কাজে নামতে দেখা যাচ্ছে না।’ বৃষ্টির পানি জমে রাজধানীতে দুর্ভোগ (ছবি: সাজ্জাদ হোসেন)

পান্থপথের একটি অফিসে চাকরি করেন সুলতানা বেগম। মিরপুর-১২ নম্বরে তার বাসা। তিনি বলেন, ‘বাসা থেকে বের হয়ে দেখি রাস্তাগুলো যেন নদী। বিকল্প পথ ব্যবহার করে অনেক অপেক্ষার পর একটি সিএনজি পেয়েছি। কিন্তু ভাড়া দ্বিগুণ দিতে হয়েছে। গতকালকের চেয়ে আজ  (শনিবার) রাস্তায় পানি অনেক বেশি দেখা গেছে।’ বৃষ্টির পানি জমে রাজধানীতে দুর্ভোগ (ছবি: সাজ্জাদ হোসেন)

মোহাম্মদপুরের বাসিন্দা বেলায়েত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল থেকে ব্যাপক বাতাস। রাস্তাজুড়ে পানি। পানির কারণে বাসা থেকে বের হইনি।’

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, নগরীতে গত ২৪ ঘণ্টায় ১৪৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়েছে। রাজধানী ঢাকাসহ সারাদেশে গত দুই দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টির পানি জমে রাজধানীতে দুর্ভোগ (ছবি: সাজ্জাদ হোসেন)

নিম্নচাপের প্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১-২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছাসে প্লাবিত হতে পারে।

এদিকে শনিবার দুপুর পর্যন্ত রাজধানী ঢাকা ও তার আশপাশের এলাকাগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দমকা ঝড়ো হাওয়াসহ মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- আগামীকালও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে

/এসএস/এফএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার