X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
বনানীতে ব্যবসায়ী খুন

মুখোশধারীরা ঢুকেই বলে ‘তোর বস কই’, এরপরই গুলি (ভিডিও)

আমানুর রহমান রনি
১৫ নভেম্বর ২০১৭, ১৯:৩২আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ০৯:৩৫

‘তোর বস কই, যে যেখানে আছিস সেখানেই থাক, ড্রয়ার খোল’, এই কথা বলেই চার মুখোশধারী গুলি করতে থাকে বনানীর জনশক্তি রফতানি প্রতিষ্ঠান এমএস মুন্সি ওভারসিসের ভেতরে। এরপর তারা ড্রয়ার থেকে টাকা নিয়ে বাইরে থেকে গেট আটকে দিয়ে চলে যায় বলে জানিয়েছে ঘটনার প্রত্যক্ষদর্শীরা।

নিহত ব্যবসায়ী সিদ্দিক হোসেন প্রসঙ্গত, মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে বনানী বি-ব্লকের ৪ নম্বর সড়কের ১১৩ নম্বর বাসার নিচতলায় এমএস মুন্সি ওভারসিসে সন্ত্রাসীরা ঢুকে গুলি করে। এতে নিহত হন এজেন্সি মালিক মো. সিদ্দিক হোসেন। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন মোস্তাক হোসেন, মোখলেছুর রহমান ও মিরাজ পারভেজ। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলা ট্রিবিউনের কাছে দেওয়া মুন্সি ওভারসিসের কর্মকর্তা ও কর্মচারীদের বর্ণনায় উঠে এসেছে হামলার নৃসংশতা। এই রিক্রুটিং এজেন্সির অফিস সহকারী মো. জাফর। ঘটনার সময় তিনি অফিসের ভেতরেই ছিলেন। তিনি বলেন, ‘জনশক্তি রফতানির অফিসে সারাদিনই মানুষ আসা-যাওয়া করে। বাড়িটির প্রথম ফটকে এবং অফিসের গেটে দু’জন নিরাপত্তাকর্মী থাকে। অনেক মানুষ অফিসে আসে যায়, তাই তেমন বাধা দেওয়া হয় না। অফিসে প্রবেশের মুখে সিসি ক্যামেরাও আছে।’

সিসি ক্যামেরায় বনানীতে ব্যবসায়ী খুনে অংশ নেওয়া দু’জন তিনি বলেন, ‘সন্ধ্যার পর অফিসে মুখোশ পরা লোক ঢুকেই সবাইকে যেমন আছি তেমন থাকতে বলে একটা গুলি করে। এরপর বসের রুমের দিকে গিয়ে গুলি করে, তখন বিকট শব্দ হয়। স্যার, ওরে মা বলে করে চিৎকার করে। এরপর তারা আমাদের দিকেও গুলি করে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা বাইরের গেট আটকে যায়।’

ঘটনার সময় অফিসের ভেতরে মালিকসহ দশজন ছিলেন উল্লেখ করে সেলস ম্যানেজার টিটু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের অফিসে স্টাফ মোট ১১ জন। তবে গতকাল দশজন উপস্থিত ছিল। আমাদের অফিস সকাল সাড়ে ৭টা থেকে রাত ৮পর্যন্ত খোলা থাকে। ওরা ঢোকার সময় শুধু আমাদের পিয়ন আলীর কাছে জানতে চেয়েছিল, তোদের বস কই? এরপর ভেতরে ঢুকে তারা বলল, যে যেখানে আছো, সেখানেই থাক। টেবিলের ড্রয়ার খোল, এই কথা বলেই ভেতরে ঢুকে বসের রুমের গেল। বস তাদের জিজ্ঞেস করলো, এই কি? এরপরই গুলি, বিকট শব্দ হলো। বস বলল ওরে মা।’

মুন্সি ওভারসিস রিক্রুটিং এজেন্সির ভেতরে ঢোকার গেট তিনি আরও বলেন, ‘এরপর বসের রুম থেকে বের হয়ে তারা আমাদের আরেক স্টাফ মোশতাক ও আরও একজনকে গুলি করে। গুলি করার পর মোশতাকের ড্রয়ার থেকে দেড় লাখ টাকা নিয়ে যায়। এছাড়া অন্যান্য ড্রয়ার থেকেও তারা টাকা-পয়সা নিয়েছে। এরপর আমরা বসকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গেট পর্যন্ত এসে দেখি গেট বাইরে থেকে লাগানো। আমরা চিৎকার করলে পাশের অফিস থেকে এসে গেট খুলে দেয়। তখন আমরা বসকে নিয়ে ইউনাইটেড হাসপাতালে যাই।’

তিনি বলেন, ‘হামলাকারীরা সবাই মুখোশ পড়া ছিল। এদের মধ্যে একজন ছেলে বাইরে থেকেই মুখোশ পড়ে আসে। বাকিরা ভেতরে বসে মুখোশ পড়ে বলে আমার ধারণা।’

সিদ্দিকের সঙ্গে কারও কোনও ঝামেলা বা ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল কিনা, এর জবাবে টিটু বলেন, ‘আমাদের বসের সঙ্গে কারও কোনও ব্যবসায়িক ঝামেলা নেই। তবে ঘটনার পর শুনছি, বসের এলাকা টাঙ্গাইলের এক এজেন্টের সঙ্গে নাকি ঝামেলা চলছিল। এছাড়া আর কোনও দ্বন্দ্ব বা ঝামেলার কথা আমি জানি না।’

মুন্সি ওভারসিস রিক্রুটিং এজেন্সি এই বাড়িতেই এদিকে, বুধবার দুপুরে সরেজমিনে বনানীর ওই বাড়িতে গিয়ে দেখা গেছে, তিনতলা ভবনটির পুরোটাই বিভিন্ন রিক্রুটিং এজেন্সির অফিস। বাড়ির মালিক ইঞ্জিনিয়ার মুসা কলিম। তার নিজেরও রিক্রুটিং এজেন্সির ব্যবসা রয়েছে। তার প্রতিষ্ঠানের নাম ‘মুসা ইন্টারন্যাশনাল’। প্রতিষ্ঠানটির ম্যানেজার আসাদুল্লাহ আল গালিব।

গালিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল ঘটনার সময় আমরা অফিসে ছিলাম না। আমরা আগেই চলে যাই। এই বাড়িতে মুন্সি সিদ্দিক হোসেন প্রায় তিনবছর ধরে ভাড়া থাকেন। তিনি ভদ্র মানুষ, তার সঙ্গে কারও দ্বন্দ্ব ছিল কিনা আমরা জানা নেই।’

সরেজমিনে আরও দেখা যায়, ভবনের তৃতীয় তলায় নোমান অ্যাসোসিয়েট, এস্মার্ট ফেয়ার, কাদের অ্যাসোসিয়েট ও মানিকগঞ্জ ট্রাভেলসহ মোট চারটি রিক্রুটিং এজেন্সি আছে। দ্বিতীয় তলায় বাড়ির মালিকের মুসা ইন্টারন্যাশনাল। নিচতলার বামপাশে মুসা ইন্টারন্যাশনাল এবং ডানপাশের এমএস মুন্সি ওভারসিস রিক্রুটিং এজেন্সি। বাড়িটিতে দু’টি গেট দিয়ে প্রবেশ করা যায়। এমএস মুন্সি ওভারসিস রিক্রুটিং এজেন্সিতে প্রবেশের জন্য ডানপাশের গেট ব্যবহার করতে হয়। প্রধান গেট দিয়ে প্রবেশ করে দ্বিতীয় আরেকটি গেট দিয়ে মুন্সি ওভারসিসে প্রবেশ করতে হয়। দু’টি গেটেই একাধিক সিসি ক্যামেরা রয়েছে। ঘটনার পর অফিসটি পুলিশ সিলগালা করে দিয়েছে।

সিসি ক্যামেরায় ধরা পড়া এক খুনি গালিব বলেন, ‘আমরা শুনছি নিরাপত্তাকর্মী হোসেন আলী ও বায়োজিদকে ঘটনার পর পুলিশ নিয়ে গেছে।’

এদিকে, বুধবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতের ময়নাতদন্ত শেষ হয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসক ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ জানান, গুলিতেই নিহত হয়েছেন সিদ্দিক হোসেন।

ময়নাতদন্ত শেষে বিকালে স্বজনরা নিহতের লাশ নিয়ে গেছেন। নিহত মুন্সি সিদ্দিকের গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতি গ্রামে। তার এক ছেলে ও দুই মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়েছে। বড় মেয়ের স্বামী এই অফিসেই প্রধান হিসাব রক্ষকের দায়িত্ব পালন করেন। তবে ঘটনার সময় তিনি অফিসে ছিলেন না।

সিসি ক্যামেরার ফুটেজে হত্যাকাণ্ডে অংশ নেওয়াদের ছবি ঘটনার পর থানা ও গোয়েন্দা পুলিশ কাজ শুরু করেছে। বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে কাজ করছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) শাহজাহান সাজু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কাজ করছি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’

হত্যাকাণ্ডের প্রধান কোনও কারণ জানাতে না পারলেও পুলিশ সিদ্দিক হোসেন মুন্সি হত্যায় তিনটি বিষয়কে সামনে রেখে তদন্ত করছে বলে জানিয়ে ডিএমপির গুলশানের উপ কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ। তিনি বলেন, ‘পারিবারিক, ব্যবসায়িক বা স্থানীয় কোনও ঝামেলায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ ঘটনাস্থল ও আশপাশে থাকা সিসি ফুটেজ দেখে হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান ডিসি মোস্তাক।
এ ঘটনার সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ভিডিও দেখুন এখানে:


/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ