X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শৌচাগার ও রান্নাঘর দেখেই বোঝা যায় কোন পরিবার কত সভ্য: ঢাবি উপাচার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৭, ০৩:১৯আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ০৩:১৯

শোভাযাত্রায় ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান ও অন্যরা (ছবি: সংগৃহীত) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেছেন, ‘পরিবারের শৌচাগার ও রান্নাঘর দেখেই বোঝা যায় কোন সমাজের মানুষ কতটুকু সভ্য। এগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে সবাই।’ রবিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক শৌচাগার দিবস উপলক্ষে শোভাযাত্রায় তিনি এসব কথা বলেন।

ঢাবি’র ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে এ শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। এরপর শাহবাগ মোড়ে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে বক্তৃতা দেন তিনি। তার কথায়, ‘প্রাত্যহিক জীবনে সুষ্ঠুভাবে শৌচাগার ব্যবহার যে কোনও সভ্য সমাজের পূর্বশর্ত। পরিষ্কার-পরিচ্ছন্নভাবে শৌচাগার ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করতে দিবসটি খুবই গুরুত্বপূর্ণ। এই শোভাযাত্রার উদ্দেশ্য শৌচাগার ব্যবহারে গণসচেতনতা তৈরি করা।’

উপাচার্য আরও বলেন, ‘সুস্থ জীবন সবারই কাম্য। এই সুস্থতার জন্য শৌচাগার ব্যবহারে সতর্ক থাকা জরুরি। শৌচাগার ব্যবহারে পরিচ্ছন্নতা শুধু পরিবেশই রক্ষা করে না, শারীরিকভাবেও মানুষকে সুস্থ রাখে।’

সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শতভাগ শৌচাগার ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সবার প্রতি আহ্বান জানান ঢাবি উপাচার্য। তিনি আরও বলেন, ‘যত্রতত্র মলমূত্র ত্যাগ করার নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে সব শ্রেণি ও পেশার মানুষ যদি সচেতন হয় তাহলে পরিবেশও রক্ষা হবে, একইসঙ্গে মূল্যবোধেরও উন্নয়ন ঘটবে।’

ঢাবি’র ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে বের হয়ে শাহবাগ মোড়ে শেষ হয় শোভাযাত্রাটি। ‘টয়লেট ডে ২০১৭-এ আমাদের অঙ্গীকার, পারফেক্ট হোক টয়লেট ব্যবহার’— প্রতিপাদ্য নিয়ে এর আয়োজন করে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের হারপুন লিকুইড টয়লেট ক্লিনার।

শোভাযাত্রায় আরও অংশগ্রহণ করেন টিএসসি’র পরিচালক এম মহিউজ্জামান চৌধুরী, কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের হেড অব সেলস সোহেল হাওলাদার, ব্র্যান্ড ম্যানেজার সাজফিনা সিরাজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।

এদিকে দিবসটি উপলক্ষে দিনব্যাপী ঢাকার বিভিন্ন স্থানের বেশকিছু গণশৌচাগারে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে। স্বাস্থ্যসম্মতভাবে শৌচাগার ব্যবহারে সচেতনতা বৃদ্ধির জন্য রাজধানীর কয়েকটি এলাকার ঘরে ঘরে, শিক্ষা প্রতিষ্ঠানে, লঞ্চ ও বাস টার্মিনালে সচেতনতামূলক প্রচারপত্রও বিতরণ করা হয়।

/এসএস/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ