X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘বাজার অর্থনীতির কারণে দুর্নীতিবাজরা অনেক সক্রিয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৭, ১৭:০৮আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৭:০৮

দুদকের আলোচনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, ‘নিয়ন্ত্রক কাঠামো (রেগুলেটরি ফ্রেমওয়ার্ক) ছাড়া বাজার অর্থনীতিতে যাওয়ায় আমাদের প্রবৃদ্ধি বেড়েছে। বাণিজ্যে আর শিল্পেও বেড়েছে। এতে চুরি-ডাকাতি বাড়ে, বাংলাদেশেও বেড়েছে। কারণ বাজার অর্থনীতিতে গেলে দুর্নীতিবাজরা অনেক সক্রিয় হয়ে যায়।’ মঙ্গলবার (২১ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলেক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বর্তমান দুর্নীতি দমন কমিশন কাজ করছে বলে মনে করেন মোহাম্মদ ফরাসউদ্দিন। দুর্নীতি দমনে সুশীল সমাজ ও গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন তিনি। তার কথায়, ‘দুর্নীতি দমন ও প্রতিরোধের জন্য একটা পরিমণ্ডল প্রয়োজন, বিচার করে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। সমাজে যদি ঢেউ তোলা যায় যে, দুর্নীতি ভালো জিনিস নয় তাহলে কাজে আসতে পারে। দুর্নীতিবাজদের বিচার করা কঠিন হলেও দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।’

আলোচনা সভায় ই-কমার্স ব্যবসায় কর নেওয়ার তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। তার ভাষ্য, ‘ই-কমার্সে উচ্চবিত্তরাই কেনাকাটা করে থাকেন। তারা টেলিফোনে অর্ডার দেন, ঘরে পণ্য চলে আসে, এরপর ক্রেডিট কার্ডে টাকা আদান-প্রদান করা হয়। একমাত্র বাংলাদেশেই এটা হয়ে থাকে। এখানে কর বসানোর জন্য পাঁচ বছর ধরে বলছি, কিন্তু কোনও কাজ হচ্ছে না।’

মোবাইল ব্যাংকিংয়ের কঠোর সমালোচনা করে সাবেক গভর্নর বলেন, ‘রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ছাড়া প্রযুক্তিগত অগ্রগতিতে চলে গেলে বিপদ। এই যে মোবাইল ফান্ড ট্রান্সফার নামে যে মোবাইল ব্যাংকিং চলছে, আমি এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। এক মাস হলো এটাকে মোবাইল ব্যাংকিংয়ের পরিবর্তে বলা হচ্ছে মানি ট্রান্সফার।’

মোবাইল ব্যাংকিংয়ে টাকা ট্রান্সফার করার অভিজ্ঞতা তুলে ধরে মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন— ‘বগুড়ায় আমার এক শিক্ষককে কিছু টাকা পাঠাতে গিয়ে দেখি, সেখানে গুনে গুনে ২ শতাংশ কেটে রেখেছে। তারপর সেখানে গিয়ে টাকা তুলতে গেলে তার কাছ থেকেও টাকা কাটা হয়েছে। এ রকম লুটপাট ও ডাকাতি করছে। যেহেতু কোনো নিয়ামক পরিমণ্ডল নেই কাউকে ধরা যাচ্ছে না। এদিকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে ৫০ পয়সা লাগে। এসব কারণে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক এজেন্টের লাইসেন্স বাতিল করা হয়েছে। এখানে কোনও নিয়ামক পরিমণ্ডল নেই।’

দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে এখানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিশনের দুই কমিশনার নাসিরউদ্দিন আহমেদ ও এএফএম আমিনুল ইসলাম, সচিব শামসুল আরেফিন।

/আরজে/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ