X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

বেসরকারি বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংকে অভিনন্দন ড্যাফোডিল ইউনিভার্সিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৭, ১৫:৩৩আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৫:৫২

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সংবাদ সম্মেলন

বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের যৌথ উদ্যোগে পরিচালিত দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পর এবার অভিনন্দন জানিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ র‌্যাংকিংকে গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুব ইসলামের সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন। এসময় বলা হয়, বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন এর বেসরকারি বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং খুবই প্রশংসনীয়। এর মাধ্যমে প্রতিটি বিশ্ববিদ্যালয় তার অবস্থান বুঝে র‍্যাংকিং এ উঠে আসতে চেষ্টা করবে। এভাবেই সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাংকিং শুরু হয়েছে এবং এখন তা মানসম্মত অবস্থায় পৌঁছেছে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুব ইসলাম বলেন, ‘সম্প্রতি প্রকাশিত বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংকে আমরা অভিনন্দন জানাই। তবে সঠিক পদ্ধতি ও তথ্য-উপাত্ত নিয়ে র‍্যাংকিং করলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তালিকায় আরও কয়েক ধাপ এগিয়ে আসবে।’

তিনি বলেন, বর্তমানে ডিআইইউ ক্যাম্পাসের আয়তন, লাইব্রেরিতে বইয়ের সংখ্যা, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাসহ অনেক কিছুতেই আমরা অনেকের চেয়ে এগিয়ে রয়েছি। আশাকরি আগামী র‍্যাংকিংয়ে আমরা আরও ওপরে আসবো।’

তিনি আরও বলেন, ডিআইইউ শুরু থেকেই প্রতিটি শিক্ষার্থীকে যুগোপযোগী ও দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে ‘একজন শিক্ষার্থী একটি ল্যাপটপ’ কর্মসূচি চালু করেছে। দেশে বিপুল সংখ্যক শিক্ষিত গ্র্যাজুয়েটের কর্মসংস্থানে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি চালুর পাশাপাশি দেশে প্রথম ও একমাত্র ‘উদ্যোক্তা বিভাগ’ চালু করেছে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়টির ছাত্র উপদেষ্টা পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব-উল হক মজুমদার, কোষাধ্যক্ষ হামিদুল হক খান, রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক।

 

/আরএআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
তার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
উপজেলা নির্বাচনতার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র