X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আফতাব নগরে ব্যবসায়ী খুন: ঘটনার আগে ফ্ল্যাটে ঢোকে চার যুবক ও এক নারী

আমানুর রহমান রনি
১২ ডিসেম্বর ২০১৭, ০১:৪৩আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ০১:৫২

মনজিল হক

ব্যবসায়ী মনজিল হককে (২৮) হত্যার আগে তার আফতাব নগরের ফ্ল্যাটে গিয়েছিল চার যুবক ও এক নারী। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরের পর নিজ ফ্ল্যাট থেকে মনজিল হকের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ওই নারীকে হেফাজতে নিয়ে বাকি চার যুবককে খুঁজতে শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের সন্দেহ, এ হত্যাকাণ্ডের সঙ্গে ওই নারীর সম্পৃক্ততা থাকতে পারে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘সোমবার (১০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর বাড্ডার আফতাব নগরের বি-ব্লকের ৩ নম্বর সড়কের ৫ নম্বর (সাত তলা) বাড়ির ছয় তলার নিজ ফ্ল্যাট থেকে মনজিল হকের গলাকাটা লাশ উদ্ধার করে বাড্ডা থানার পুলিশ। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘ফ্ল্যাটের ভেতরে গলাকাটা অবস্থায় মনজিলের লাশ পাওয়া গেছে। তার গলায় গভীর ক্ষতের চিহ্ন আছে। এছাড়া তার দুই হাতের রগ কাটা ছিল। দুই পা দড়ি দিয়ে বাঁধা ছিল।’

এ ব্যাপারে বাড্ডা থানার এক পুলিশ কর্মকর্তা জানান, ব্যবসায়ী মনজিল হককে ফ্ল্যাটের ডাইনিং রুমের মেঝেতে হত্যা করা হয়। গলা কাটার পর মৃত্যু নিশ্চিত করতে তার হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়।

নিহত মনজিল হকের ফ্ল্যাটের সামনে মানুষের ভিড়

রক্তাক্ত পোশাক ও ছুরি উদ্ধার

কিলিং মিশনে অংশ নেওয়া ঘাতকরা কালো জিন্স প্যান্ট ও কালো টি-শার্ট পড়ে এসেছিল বলে পুলিশ তথ্য পেয়েছে। ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) সদস্যরা। পুলিশ সূত্র জানায়, মনজিলের লাশের পাশ থেকে রক্তমাখা চাদর, দুইটি ছুরি ও টি-শার্টসহ চার সেট কালো পোশাক উদ্ধার করা হয়েছে। 

পুলিশের তদন্ত টিম

হত্যার আগে ফ্ল্যাটে প্রবেশ করে এক নারী ও চার যুবক

ব্যবসায়ী মনজিলকে হত্যার আগে তার ফ্ল্যাটে চার যুবক ও একজন নারী প্রবেশ করেছিলেন বলে জানিয়েছেন ভবনটির নিরাপত্তাকর্মী আবুল কালাম আজাদ। দীর্ঘদিন ধরে তিনি ভবনটির নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছেন।

ঘটনার বর্ণনা দিয়ে নিরাপত্তাকর্মী আবুল কালাম আজাদ সাংবাদিক ও পুলিশকে জানান, সোমবার বেলা ১১টার পর একজন নারী আসেন। তিনি মনজিল স্যারের বাসায় যেতে চান। স্যারের সঙ্গে আলাপ করেই এসেছেন বলে জানান। এরপর গেট খুলে দিলে তিনি মনজিল স্যারের ফ্ল্যাটে চলে যান। এর ঘণ্টা খানেক পর চার জন পুরুষ আসেন। তারাও ওই ফ্ল্যাটে যেতে চান। তাদের সঙ্গেও মনজিল স্যারের কথা হয়েছে বলে জানিয়েছিলেন তারা। এরপর গেট খুলে দিলে তারাও ওপরে চলে যান।’

আবুল কালাম আরও বলেন, ‘ ওই চার পুরুষ ওপরে ওঠার ১৫ মিনেটের মধ্যেই নেমে আসেন এবং দ্রুত চলে যান। এরপর ওই নারী চিৎকার করতে করতে নিচে নেমে আসেন। তিনি বলতে থাকেন- ‘‘খুন হয়েছে। ওরা খুন করে চলে গেলো।’’ একথা শুনে আমি দ্রুত মনজিল স্যারের ফ্ল্যাটে যাই। গিয়ে দেখতে পাই, তিনি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। পরে নিচে নেমে দেখি, ওই নারীও নেই। এরপর আমি বাড়ির মালিককে জানাই।’

মনজিল একাই থাকতেন বাসায় এবং ওই নারী এর আগেও ওই বাসায় এসেছেন বলেও জানিয়েছেন নিরাপত্তাকর্মী আবুল কালাম আজাদ।

এই সেই বাড়ি

কে এই নারী

ঘটনার পর শারমিন আক্তার ওরফে নিশি নামের এক তরুণীকে আটক করে হেফাজতে নিয়েছে বাড্ডা থানা পুলিশ। নিশি প্রায়ই মনজিলের ফ্ল্যাটে যেতেন বলেও জানিয়েছেন বাড়িটির নিরাপত্তাকর্মী আবুল কালাম আজাদ।

এদিকে পুলিশ জানায়, এ তরুণীর সঙ্গে মনজিলের প্রেমের সম্পর্ক ছিল। তবে তরুণী এখনও এ বিষয়ে মুখ খুলছেন না। তার কাছে বিষয়গুলো জানতে চাওয়া হচ্ছে। তিনি আসার পরই ওই বাড়িতে প্রবেশ করে খুনিরা। তার উপস্থিতিতেই খুন করে পালিয়ে যায়। ঘটনার সময় তিনি সেখানে ছিলেন। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

ডিএমপির গুলশান বিভাগের বাড্ডা জোনের সিনিয়র সহকারী কমিশনার আশরাফুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ওই তরুণীকে হেফাজতে নিয়েছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনটি বিষয় অগ্রাধিকার দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রেমের কোনও সম্পর্ক, পারিবারিক শত্রুতা বা ব্যবসায়িক শত্রুতা রয়েছে কিনা—এই তিনটি বিষয়ে অগ্রাধিকার দিয়েই তদন্ত চলছে।’

শোকাহত স্বজন

স্বজনদের বক্তব্য

মনজিল হকের হত্যাকাণ্ডের খবর পেয়ে এলাকার মানুষ ওই বাড়িটিতে ভিড় করে। রাজধানীর বিভিন্ন এলাকায় থাকা মনজিলের আত্মীয় স্বজনও ছুটে আসেন সেখানে। এর মধ্যে মনজিল হকের চাচা ফারুক হোসেন ও তার স্ত্রী হালিমা আক্তার ছিলেন।

মনজিলের চাচা ফারুক হোসেন জানান, ‘মনজিলের বাবার নাম মইনুল হক। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনায়। মায়ের নাম পারভীন কাজল। বাবা-মায়ের একমাত্র সন্তান মনজিল হক। বাবা মইনুল হক দুইটি বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর খালাতো বোন লায়লা ইয়াসমীন লিপিকে ১৯৯৫ সালে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন তিনি। ওই সংসারে এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। মনজিলের মা প্রায় তিন বছর আগে রাজধানীর শান্তিনগরের ভাড়া বাসায় আগুনে পুড়ে মারা যান। এ বছরের জুনে তার বাবাও মারা যান। মারা যাওয়ার আগে মনজিলের বাবা রাজধানীর বনশ্রী ও আফতাব নগরে পৃথক দু’টি ফ্ল্যাট কেনেন। ফ্ল্যাট দু’টির একটি মনজিলকে ও অন্যটি দ্বিতীয় সংসারের ছেলের নামে লিখে দেন। মনজিল আফতাব নগরের ওই ফ্ল্যাটে একাই থাকতো। সে হলি ক্রিসেন্ট স্কুল থেকে ও-লেভেল উত্তীর্ণ হওয়ার পর লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তার যাওয়া হয়নি। এরপর বনশ্রীর ফারাজী হাসপাতালের পাশে একটি গাড়ির ওয়ার্কশপের ব্যবসা পরিচালনা করতো। বিয়ে করলেও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় মনজিলের। এরপর থেকে আফতাবনগরের ওই ফ্ল্যাটে একাই থাকতো সে।’

ঘটনার পর সেখানে ছুটে আসেন মনজিলের সৎমা লিপি। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে মনজিলের সম্পর্ক ভালো ছিল। সময় পেলে আমাদের বাসায় যেতো। খোঁজ খবর নিতো। কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা কিছুই বুঝতে পারছি না।’

ঘটনাস্থলে পুলিশের টিম

পুলিশের বক্তব্য

ঘটনার পর সেখানে ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোশতাক আহমেদ জানান, ‘আমরা প্রাথমিকভাবে কিছু তথ্য পেয়েছি। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। হত্যাকাণ্ডের আগে ফ্ল্যাটে একটি মেয়ে ও চার জন যুবক প্রবেশ করেন। তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইতোমধ্যে ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

পারিবারিক ও ব্যবসায়িক স্বার্থসহ কয়েকটি কারণ বিবেচনায় নিয়ে পুলিশ কাজ করছে উল্লেখ করে ডিসি মোশতাক আহমেদ বলেন, ‘মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি, শিগগিরই হত্যার রহস্য উদঘাটিত হবে।’

 

/এআরআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ