X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ছিনতাইকালে মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৭, ১১:২৫আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৩:০২

নিহত শিশু আরাফাতের মা আকলিমা বেগমের আহাজারি রাজধানীর দয়াগঞ্জ এলাকায় ছিনতাইকালে মায়ের কোল থেকে পড়ে আরাফাত (৭ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে দয়াগঞ্জ মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিশু আরাফাত শরীয়তপুর সদরের নরসিংপুর গ্রামের শাহ আলম গাজীর ছেলে। তার মায়ের নাম আকলিমা বেগম।

আরও জানা গেছে, শাহ আলম গাজীর দুই ছেলে। বড় ছেলে আলামিন (২ বছর) খুবই অসুস্থ। চিকিৎসার জন্য তারা সপরিবারে ঢাকায় রওনা হয়। সোমবার ভোরে তারা সদরঘাটে নামে। পরে শাহ আলম বড় ছেলে আলামিনকে নিয়ে শ্যামলীর শিশু হাসপাতালের উদ্দেশে রওনা হয় এবং মা আকলিমা বেগম ছোট ছেলে আরাফাতকে নিয়ে রিকশায় করে শনিরআখড়ায় বোনের বাসায় যাচ্ছিল। রিকশাটি দয়াগঞ্জ মোড় এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা চলন্ত অবস্থায় আকলিমার কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তার কোলে থাকা শিশু আরাফাত নিচে পড়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশুটির লাশ মর্গে রাখা হয়েছে।’
এ ঘটনার বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাটি সকাল সাড়ে ৬টার দিকে ঘটে। এর পরপরই আমরা ঘটনাস্থল ও ঢামেক হাসপাতালে যাই। সেখানে পরিবার সদস্যদের সঙ্গে কথা বলেছি। জড়িতদের ধরতে আমরা ইতোমধ্যে আইনি প্রক্রিয়ার পাশাপাশি এলাকায় অভিযান শুরু করেছি।’
আরও পড়ুন:

মুক্তামনি কবে বাড়ি যাবে সে সিদ্ধান্ত আজ


/এআইবি/এআরআর/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা