X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মাউশির মহাপরিচালক অনাহূত!

রশিদ আল রুহানী
২৭ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৬আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ২১:৩৫

মাউশি মহাপরিচালক ওয়াহিদুজ্জামান

শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ডাকা সংবাদ সম্মেলন থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ওয়াহিদুজ্জামানকে উঠিয়ে দেওয়া হয়। বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের ঠিক আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।

তখন দুপুর ১২ টা ৫৫ মিনিট। সভাকক্ষে সাংবাদিকরা এসে উপস্থিত। ঠিক এসময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি)মহাপরিচালক ওয়াহিদুজ্জামান সভাকক্ষে প্রবেশ করে মন্ত্রীর চেয়ারের ডান পাশে দুটি চেয়ার পরে থাকা অন্য একটি চেয়ারে বসেন।

এর দুই মিনিটের মাথায় সভাকক্ষে প্রবেশ করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপ-সচিব (কারিগরি-২) সুবোধ চন্দ্র ঢালী। তিনি এসে ওয়াহিদুজ্জামানকে ইশারায় উঠতে বলেন। ইঙ্গিত পেয়ে মহাপরিচালক চেয়ার ছেড়ে উঠে বাইরে যান। এর দুই-তিন মিনিট পর শিক্ষামন্ত্রী সভা কক্ষে প্রবেশ করেন। তারপর শিক্ষামন্ত্রী তার নির্দিষ্ট আসনে বসার পর উপ-সচিব সুবোধ চন্দ্র ঢালীসহ বাকি দুই কর্মকর্তাকে নির্দিষ্টি আসনে বসার জন্য ইশারা দেন। কিন্তু, সংবাদ সম্মামেলন শুরুর পর মাউশির মহাপরিচালক ওয়াহিদুজ্জামানকে আর সভাকক্ষে ঢুকতে দেখা যায়নি।  

এদিকে, কী কারণে মাউশির মহাপরিচালক ওয়াহিদুজ্জামানকে চেয়ার থেকে উঠিয়ে দেওয়া হলো সে বিষয়ে বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপ-সচিব (কারিগরি-২) সুবোধ চন্দ্র ঢালীর কাছে জানতে চাইলে তিনি বলেন,‘তাকে (ওয়াহিদুজ্জামান)বের করে দেওয়া হয়নি। মন্ত্রী মহোদয় যেহেতু পলিটিক্যাল বক্তব্য দেবেন এ জন্য মন্ত্রী মহোদয় কর্মকর্তাদেরকে সেখানে চাননি।’

মন্ত্রীর সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক আসার নির্দেশনা ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ ওই কর্মকর্তাসহ কাউকেই দাওয়াত করা হয়নি। তিনি স্বেচ্ছায় এসেছিলেন। আসলে তাকে মন্ত্রী মহোদয় সালাম দিয়েছিলেন। সেটাই তাকে বলা হয়েছিল।’

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ওয়াহিদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, 'একজন লোক কোথায় বসলো না বসলো, এটার দরকার কি?'

সংবাদ সম্মেলনে আপনাকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন,‘আপনাদের কি ইনভাইট করা হয়েছিল?’

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তো অবশ্যই ইনভাইট করা হয় জানালে তিনি বলেন, 'ও আচ্ছা, দেখা যাক।’ বলেই ফোন রেখে দেন তিনি।

মাউশির ডিজিকে সংবাদ সম্মেলনে থাকতে না দেওয়া হলেও ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,শিক্ষামন্ত্রণালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত সচিব এবং অতিরিক্ত সচিব মহিউদ্দীন খান, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভুঞা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপ-সচিব(কারিগরি-২) সুবোধ চন্দ্র ঢালী।

এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, মাউশির মহাপরিচালকের মেয়াদ শেষ হবে আগামী ৭ জানুয়ারি।জানা গেছে,তিনি আগামী ৭ জানুয়ারি অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাবেন। তবে আগের সব মহাপরিচালকের মতোই একই পদে আরও কিছু দিন থাকতে মেয়াদ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ কারণে তিনি ইদানিং মন্ত্রীর আশেপাশে থাকার চেষ্টাও করেন। যদিও বর্তমান মহাপরিচালকের মেয়াদ শেষ হলে এ পদে আসার অপেক্ষায় জোর তদবির শুরু করেছেন মাউশিরই অন্তত দু’জন প্রভাবশালী অধ্যাপক।

/আরএআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!