X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

নিখোঁজ ব্র্যাক কর্মকর্তা চট্টগ্রামে উদ্ধার, পুলিশ বলল আত্মগোপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৮, ১৯:৪৬আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৯:৪৬

রাজধানী থেকে নিখোঁজ ব্র্যাক ব্যাংক কর্মকর্তা মো. নাইমুল ইসলাম সৈকতকে চট্টগ্রামের হাটহাজারী থেকে উদ্ধার করেছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রশিদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নাজমুল ইসলাম সৈকত তিনি জানান, নাইমুল ইসলাম ব্র্যাক ব্যাংক শ্যামলী শাখার একজন ব্রাঞ্চ সেলস অ্যান্ড সার্ভিস অফিসার। তিনি ৩ শতাংশ হারে টাকা সুদে ঋণ নিয়ে অন্যকে ৪ শতাংশ হারে ঋণ দেন। এভাবে প্রায় তিনি দুই কোটি টাকার ঋণ লেনদেন করেছিলেন তিনি। তার এক বন্ধুর কাছেই ৮৮ লাখ টাকা ঋণ দেওয়া ছিলো। তবে বন্ধুর কাছে থেকে সেই টাকা আর ফেরত পাচ্ছিলেন না। এদিকে তিনি যাদের কাছ থেকে টাকা ঋণ নিয়ে সুদে খাটিয়েছেন, সেই সব পাওনাদার তার কাছে টাকা ফেরত চাইতে থাকলে তিনি আত্মগোপনে চলে যান।

পুলিশ কর্মকর্তা বলেন, ‘নিখোঁজ ব্র্যাক ব্যাংক কর্মকর্তাকে উদ্ধারে তদন্ত শুরু করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। বিভিন্ন তথ্য-প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে গত ৩১ ডিসেম্বর চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানার কাচারীপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। আমরা তাকে চট্টগ্রাম থেকে উদ্ধারের পর ঢাকায় নিয়ে আসি। এরপর আদালত তার জবানবন্দি রেকর্ড করে স্ত্রীর কাছে তাকে বুঝিয়ে দিতে বলেন। আমরা সেভাবেই তাকে বুঝিয়ে দিয়েছি।’

এর আগে, গতবছরের ২৬ ডিসেম্বর ব্র্যাক ব্যাংক শ্যামলী শাখা হতে নিকেতনে অবস্থিত অনিক টাওয়ারে ব্র্যাক ব্যাংক হেড অফিসে যাওয়ার কথা বলে তার স্ত্রীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করে। এরপর থেকে ওই ব্যাংক কর্মকর্তার কোনও সন্ধান না পেয়ে তার স্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় গত ২৭ ডিসেম্বর একটি সাধারণ ডায়েরি করেন।
আরও পড়ুন: ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা দু’দিন ধরে নিখোঁজ

/এআরআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাকিস্তানে ভারতের হামলায় বিপাকে এশীয় এয়ারলাইন্স
পাকিস্তানে ভারতের হামলায় বিপাকে এশীয় এয়ারলাইন্স
জামালপুরে পিপির বিরুদ্ধে অনাস্থা, অপসারণ দাবি
জামালপুরে পিপির বিরুদ্ধে অনাস্থা, অপসারণ দাবি
পাকিস্তানে ভারতের হামলাকে দুঃখজনক বললেন ট্রাম্প, উদ্বিগ্ন জাতিসংঘ
পাকিস্তানে ভারতের হামলাকে দুঃখজনক বললেন ট্রাম্প, উদ্বিগ্ন জাতিসংঘ
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ