X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রক্তনালীর রোগ নির্ণয়ের অভাবে মারা যাচ্ছে অনেকেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৮, ১৯:৪০আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ২০:০৩





বিএসএমএমইউ ঠিক সময়ে রক্তনালীর রোগ নির্ণয় না হওয়ায় ও যথাযথ চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন অনেকেই। এজন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি। ভাসকুলার সার্জারি বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বুধবার (০৩ জানুয়ারি) সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, ‘রক্তনালীর রোগ বিষয়ে যথাযথ সচেতনতার অভাব রয়েছে। রক্তনালীর রোগ নির্ণয়ের অভাবে রোগীও মারা যাচ্ছে। অ্যাবডোমিনাল অ্যাওরটিক অ্যানেউরিজম (এএএ) অ্যান্ড ভেনাস থ্রোম্ব অ্যাম্বোলিস (ভিটিই) বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তনালীর রোগসমূহের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি চালুর বিষয়ে বিএসএমএমইউ’র বর্তমান প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।’
সেমিনারে ভাসকুলার সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান জানান, অ্যাবডোমিনাল অ্যাওরটিক অ্যানেউরিজম (এএএ) হলো তলপেটের প্রধান রক্তনালী রক্তচাপের কারণে বেলুনের মতো ফুলে ফেটে রোগী মারা যাওয়া। তবে অস্ত্রোপচার ছাড়াই এ রোগের সর্বাধুনকি চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। বাংলাদেশে এখনও এ পদ্ধতি চালু হয়নি। বাংলাদেশে এ পদ্ধতি চালু হলে অনেক রোগীকেই বাঁচানো সম্ভব হবে।
তিনি বলেন, ‘অন্যদিকে ভেনাস থ্রোম্ব অ্যাম্বোলিস (ভিটিই) রোগটি পায়ের রক্তনালীতে দেখা যায়। রক্তনালীর ভেতরে রক্ত জমাট বাঁধার কারণে পা ফুলে যায় এবং জমাট বাঁধা রক্ত ফুসফুসে গিয়ে জমা হয়ে ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দেয় এবং রোগী মারা যায়। যথাযথ চিকিৎসার মাধ্যমেই এ ধরনের রোগীদের অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করা সম্ভব। এক্ষেত্রে উপরোক্ত বিষয়ক আন্তর্জাতিক সেমিনারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
বিশ্ববিদ্যালয়ের ভাসকুলার সার্জারি বিভাগের উদ্যোগে ওই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন। প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ পিটসবার্গের ভাসুকলার অ্যান্ড অ্যান্ডোভাসকুলার ডিভিশনের প্রধান ডা. নজরুল ইসলাম, যুক্তরাষ্ট্রের পালমোনারি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিষয়ক বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. রুমি আহমেদ।

/টিওয়াই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ