X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

'এ সাংবাদিক সেক্রেটারি, একে মার'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৮, ১৪:১৯আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৫:০৫

নারায়ণগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশ নারায়ণগঞ্জে হকারদের ফুটপাতে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মুখোমুখি অবস্থানের সংবাদ সংগ্রহে গেলে কয়েকজন সাংবাদিক আহত হন। গত মঙ্গলবার বিকালে সহিংসতার শিকার সাংবাদিকদের মধ্যে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরিফউদ্দিন সবুজও ছিলেন। হকার নামধারী সন্ত্রাসীরা 'এ সাংবাদিক সেক্রেটারি, একে মার' বলেই তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।
নারায়ণগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ জানয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন। আফজাল হোসেন পন্টি বলেন, “সাংবাদিকরা সব সময় নিরপেক্ষ সংবাদ পরিবেশন করেন। নারায়ণগঞ্জে হকারদের বসাকে কেন্দ্র করে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। একপক্ষ বসার পক্ষে, আরেক পক্ষ বিপক্ষে। এই সংবাদ সংগ্রহ করতে গেলে পেশাগত অবস্থায় হামলার শিকার হন সাংবাদিকরা। হকার নামধারী সন্ত্রাসীরা টার্গেট করে হামলা করে। আমরা বলতে শুনেছি ‘এ সাংবাদিক সেক্রেটারি, একে মার।' আমরা এর সুষ্ঠু বিচার দাবি করি।’’

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হালিম আজাদ বলেন, ‘পুলিশ প্রশাসন বলেছে বন্দুকধারীদের তারা খুঁজছে। আমরা মনে করি পুলিশ যদি আন্তরিক হয় তাহলে ২৪ ঘণ্টা নয়, এক ঘণ্টায়ই তাদের গ্রেফতার করা সম্ভব।’

সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হালিম আজাদসহ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অন্যান্য সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মেয়র আইভী, সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হন। এদিন দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষের ঘটনায় পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।

/এসও/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!