X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য পৃথক ক্যাডার গঠনের চেষ্টা চলছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৮, ২০:১৫আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ২০:১৫

আসাদুজ্জামান নূর সংস্কৃতি বিষয়ক কর্মকাণ্ডের জন্য পৃথক ক্যাডার গঠনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেছেন, ‘প্রত্নতত্ত্ব অধিদফতর, জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমিসহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে থাকা বেশিরভাগ প্রতিষ্ঠান বিশেষায়িত ধরনের। এসব প্রতিষ্ঠানকে আরও জনবান্ধব, বেগবান ও গতিশীল করার লক্ষ্যে এবং দেশে সুষ্ঠু সংস্কৃতি চর্চার স্বার্থে সংস্কৃতি বিষয়ক কর্মকাণ্ডের জন্য পৃথক ক্যাডার গঠনের চেষ্টা করা হচ্ছে।’

শনিবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্র (আইসিএসবিএ)আয়োজিত দ্বিতীয় গ্রন্থ প্রদান অনুষ্ঠান ও ‘বঙ্গীয় শিল্পকলা চর্চায় গবেষণা গ্রন্থ সংকট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, ‘সাধারণ বা প্রশাসন ক্যাডারের কর্মকর্তাগণ এধরনের বিশেষায়িত প্রতিষ্ঠানসমূহ দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সক্ষম নন।

এ প্রসঙ্গে আসাদুজ্জামান নূর বলেন, ‘ড. এনামুল হকের নেতৃত্বে বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্রের এ উদ্যোগকে আমি স্বাগত ও সাধুবাদ জানাই। এটিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন পৃথক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিতে আমাদের কোনও সমস্যা নেই। তবে প্রতিষ্ঠানটির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় জাদুঘর ও পাবলিক লাইব্রেরি কেন্দ্রিক সাংস্কৃতিক বলয়ের মধ্যে জমি পাওয়া যাচ্ছে না। তবে পাবলিক লাইব্রেরির বহুতল ভবন নির্মাণ ও জাতীয় জাদুঘরের সম্প্রসারণ এলাকার মধ্যে আইসিএসবিএ প্রতিষ্ঠানটিকে কিভাবে জায়গা দেওয়া যায়, সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে মন্ত্রণালয়।’

বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় হাই কমিশনের কাউন্সিলর ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক শ্রীমতী জয়শ্রী কুণ্ডু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. বুলবুল আহমেদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্র (আইসিএসবিএ) এর সিনিয়র রিসার্চ ফেলো ও সাবেক রাষ্ট্রদূত মাহবুব আলম। স্বাগত ভাষণ প্রদান করেন আইসিএসবিএ’র চেয়ারম্যান প্রফেসর ড. এনামুল হক।

 

 

/সিএ/এএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী