X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

সিটিটিসি সদস্যের ওপর হামলাকারী সন্দেহভাজন জঙ্গি তরুণী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৫

সিটিটিসি’র হাতে আটক জঙ্গি সুমনা অস্ট্রেলিয়ায় সন্দেহভাজন জঙ্গি হিসেবে বাংলাদেশি এক নারী গ্রেফতার হওয়ায় এ ব্যাপারে তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে গিয়ে ওই নারীর বোনের হামলার শিকার হয়েছেন ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) এক সদস্য। পরে নারী পুলিশ সদস্যের সহায়তায় হামলাকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম আসমাউল হুসনা ওরফে সুমনা (২২)। সোমবার গ্রেফতার করার পর ১০ দিনের রিমান্ডে চেয়ে আজ তাকে মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা বলছেন, সুমনা এবং অস্ট্রেলিয়ায় গ্রেফতার হওয়া মোমেনা সোমা দুজনই জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত। বড় বোনের হাত ধরে ছোট বোন সুমনাও জঙ্গিবাদে জড়িয়ে পড়ে।

সিটিটিসির উপকমিশনার মহিবুল ইসলাম খান বলেন, ‘অস্ট্রেলিয়ায় সন্দেহভাজন ওই নারীর বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে এই নারী আমাদের এক সদস্যকে ছুরিকাঘাতের চেষ্টা করে। এরপর তাকে গ্রেফতার করে রিমান্ডে পাঠানো হয়েছে। কেন সে এ ঘটনা ঘটিয়েছে এবং কী কারণে তার বোনকে অস্ট্রেলিয়ায় সন্দেহ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদে তা জানা যাবে।’

সিটিটিসির অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আমরা সুমনাকে গ্রেফতার করেছি। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তথ্য বের করার চেষ্টা করা হচ্ছে।’ 

গত ৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার উত্তর মেলবোর্নে এক ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাত করার পর বাংলাদেশি নারী শিক্ষার্থী মোমেনা সোমাকে আটক করে অস্ট্রেলিয়ান পুলিশ। ওই দেশের পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে সে অস্ট্রেলিয়ান ওই ব্যক্তিকে হত্যার চেষ্টা করেছিল।

ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের এক কর্মকর্তা জানান, অস্ট্রেলিয়ায় সোমা নামের এক বাংলাদেশি নারী গ্রেফতার হওয়ার পর কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি ইউনিট মিরপুরের পূর্ব কাজীপাড়ার বাসায় যায়। সিটিটিসি’র কর্মকর্তারা সোমার বাবা ও ছোট বোন সুমনার সঙ্গে কথা বলে। কথা শেষ হওয়ার আগেই হিজাবের নিচে লুকিয়ে রাখা একটি ছুরি নিয়ে সুমনা সিটিটিসির এক কর্মকর্তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ছুরিকাঘাতে ওই কর্মকর্তার শার্ট ছিঁড়ে গায়ে ছুরির আঁচড় লাগে। আচমকা এই আক্রমণ সামলিয়ে ওই কর্মকর্তা অন্যদের সহায়তায় সঙ্গে সঙ্গে তাকে আটক করেন। পরে কাফরুল থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা করা হয় তার বিরুদ্ধে।

সিটিটিসির ওই কর্মকর্তা বলেন, অস্ট্রেলিয়ায় গ্রেফতার হওয়া মোমেনা সোমা এবং ঢাকায় গ্রেফতার হওয়া তার ছোট বোন সুমনা দুজনই আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের ভিডিও দেখে দেখে জঙ্গিবাদে সম্পৃক্ত হয়েছেন। তবে তারা সেল্ফ র‌্যাডিক্যালাইজড নাকি কারও মাধ্যমে তারা র‌্যাডিকাল হয়েছে তা খতিয়ে দেখার জন্য সুমনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/এনএল/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!