X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউ-তে জরুরি বিভাগ চালু হচ্ছে মার্চে

তাসকিনা ইয়াসমিন
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:৫৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১০:১৫

 

বিএসএমএমইউ-তে রোগীদের পরিচর্চায় ব্যস্ত চিকিৎসকরা রহিমা আক্তারের বাবা আব্দুর রহমান (৯০) শ্বাসকষ্টের রোগী। রহিমা প্রথমে তাকে নিয়ে যান মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা তার বাবার উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। এরপর রহিমা তার অসুস্থ বৃদ্ধ বাবাকে বিএসএমএমইউ’র বহির্বিভাগের ফ্লোরে শুইয়ে রেখে তাকে ভর্তি করানোর জন্য ছোটাছুটি করেন।

তিনি বলেন, ‘বাবার এখনই অক্সিজেন প্রয়োজন। তাকে অন্তত হাসপাতালের বেডে শোয়ানো দরকার, কিন্তু এখানে বেড না পাওয়া পর্যন্ত রোগী ভর্তি নেওয়া হয় না।’

কয়েক ঘণ্টা পর হাসপাতালে ভর্তি করানো হয় আব্দুর রহমানকে। শুধু রহিমার বাবাই নয়, বিএসএমএমইউ-তে এ ধরনের রোগীর দেখা মেলে প্রায়ই। অনেক রোগীকে মেঝেতে শুইয়ে থাকতে দেখা যায়। নাম প্রকাশ না করে বিএসএমএমইউ’র এক কমর্কর্তা বলেন, এখানে জরুরি বিভাগ না থাকায় অনেক সময় রোগীকে রাস্তার ধারে মেঝেতে শুইয়ে রাখতে হচ্ছে। এখানে আসামাত্রই সব রোগীর চিকিৎসা শুরু করা সম্ভব হচ্ছে না।

এই কর্মকর্তা আরও জানান, আশার কথা হচ্ছে— মুমূর্ষু রোগীদের জরুরি চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে বিএসএমএমইউ শিগগিরই জরুরি বিভাগ চালু করতে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল বলেন, ‘আগামী মার্চের মাসের প্রথম সপ্তাহে জরুরি বিভাগ চালু হতে যাচ্ছে।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, সারাদেশ থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের সুবিধার্থে প্রায় এক বছর আগেই জরুরি বিভাগ চালুর সিদ্ধান্ত নেন বিএসএমএমইউ কর্তৃপক্ষ। সে অনুযায়ী  জরুরি বিভাগ চালুর বিষয়ে কার্যক্রমও শুরু হয়। এ প্রসঙ্গে প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিুবর রহমান দুলাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের জরুরি বিভাগ চালুর প্রক্রিয়া প্রায় শেষ। ঠিকাদারের মাধ্যমে বিদেশ থেকে কিছু জিনিসপত্র (যন্ত্রপাতি) কেনাকাটার কাজও শেষ পর্যায়ে আছে। সেগুলো আনতে কিছুটা দেরি হচ্ছে।’ 

তিনি বলেন, ‘ঠিকাদাররা জিনিসপত্র যদি এ মাসেই দিতে পারে, তাহলে আগামী মাসের (মার্চ) প্রথম সপ্তাহে আমরা উদ্বোধন করতে পারবো। কেবিন ব্লকের নিচেই হবে জরুরি বিভাগ।’

প্রক্টর ডা. দুলাল বলেন, ‘ আমরা জেনারেল ইমার্জেন্সিটা চালু করবো। ঢাকা মেডিক্যাল কলেজ যে ক্যাজুয়ালটি ইমার্জেন্সি করে—রোড ট্রাফিক অ্যাকসিডেন্ট, সেগুলো সব হয়তো আমরা করতে পারবো না। প্রিলিমিনারি কেসগুলো আমরা দেখবো।’

তিনি বলেন, ‘কোরিয়ান সরকারের অর্থায়নে বিএসএমএমইউ-তে এক হাজার শয্যার যে হাসপাতাল হচ্ছে, আমরা সেখানে ক্যাজুয়ালটি ইমার্জেন্সির জন্য ২০০ বেড রাখবো।’

বিএসএমএমই’র প্রক্টর বলেন, ‘জরুরি বিভাগ চালু করতে আমাদের বাইরে থেকে জনবল নিয়োগ দেওয়ার প্রয়োজন হবে না। নিজস্ব জনবল দিয়েই হয়ে যাবে।’                   

বিএসএমএমইউ-এর নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান ও এই প্রকল্পের কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘জরুরি বিভাগ উদ্বোধনের কোনও তারিখ এখনও নির্দিষ্ট হয়নি। তবে যত দ্রুত পারা যায়, সেই চেষ্টা আছে।’

তিনি বলেন, ‘এখানকার জরুরি বিভাগ ২৪ ঘণ্টাই খোলা থাকবে। আমাদের এখানে বর্তমানে অর্থোপেডিক, নিউরো সার্জারি, পেডিয়াটিক সার্জারি, গাইনির জরুরি বিভাগ আছে, সেগুলো আরও সম্প্রসারণ করা হবে।’

ডা. বড়ুয়া বলেন, ‘ঢাকা মেডিক্যালেও তো ফ্লোরে রোগী ভর্তি করা হয়। আমাদের এখানে সেই সুযোগ নেই। বর্তমানে আমাদের নিউরো সার্জারিতে ২৫টি ও অর্থোপেডিকসে ১৫টি বেড আছে। জরুরি বিভাগ খোলার পর আরও  ৬০টি বেড চালু করা হবে।’

হেলথ রাইটস মুভমেন্ট ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. রশীদ-ই-মাহবুব বলেন, ‘জরুরি বিভাগের সঙ্গে আনুষঙ্গিক সব বিষয় থাকতে হবে। এই বিভাগের সঙ্গে কার্ডিওলজি, নিউরো সার্জারি, কিডনি ডিজিজের সম্পর্ক রয়েছে। বিশ্ববিদ্যালয় তো অনেক বড় ব্যাপার। সেখানে  সব বড়মাপের বিশেষজ্ঞ চিকিৎসকরা কাজ করেন। তারা জরুরি বিভাগে কতটুকু কাজ করতে পারবেন, সেটা দেখার বিষয়। আবার রোগীদের অনুপাতে কতটা বেড থাকবে, সেটাও বিএসএমএমইউ-কে বিবেচনায় রাখতে হবে।’

 

/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা