X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

‘বিশ্বে শেখ হা‌সিনার গুরুত্ব অনেক বেড়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২২আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২৪

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওসমান গনি বিশ্বে শেখ হা‌সিনার গুরুত্ব অনেক বেড়েছেবলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র ওসমান গনি। তিনি বলেন, ‘নারী জাগরণের অন্যতম দৃষ্টান্ত আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। তি‌নি এখন শুধু আমাদের ‌ নেতা নয়, তিনি বিশ্বনেতা।’

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর তাজমহল রোডে খেলার মাঠ ও পার্কের আধুনিকায়নে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন।

প্যানেল মেয়র বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় থাকলে এভাবে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তাই শেখ হাসিনার সরকার বার বার দরকার।’ খেলার মাঠ ও পার্কের উন্নয়ন কাজ যেন দৃষ্টিনন্দন ও টেকসই হয় সেজন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। খেলার মাঠ ও পার্কটি সুষ্ঠুভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য সবার প্রতি আহ্বান জানান ওসমান গনি।

তিনি বলেন, ‘কিছু প্রতিষ্ঠা করা যতটা কঠিন, তার চেয়ে কঠিন তা রক্ষণাবেক্ষণ।’ ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এবং জাতিসংঘে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় বক্তব্য দেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড ইত্যাদিতে বাংলা ভাষা নিশ্চিত করতে ডিএনসিসির আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের প্রতি আহ্বান জানান প্যানেল মেয়র। 

পরে তিনি মোহাম্মদপুর কাঁচাবাজার ও মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন করেন এবং সর্বস্তরের ব্যবসায়ীদের খোঁজ-খবর নেন।

ডিএনসিসি’র উন্মুক্ত স্থানগুলোর আধুনিকায়ন, উন্নয়ন ও সবুজায়ন প্রকল্পের জন্য এ খেলার মাঠ ও পার্কের আধুনিকায়ন কাজ শুরু করা হয়। প্রকল্পের আওতায় ডিএনসিসির ২৬টি পার্ক ও খেলার মাঠ উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে। মাঠটিতে সাইকেল চালানোর জন্য থাকবে পৃথক লেন। এছাড়া থাকবে প্রবীণদের জন্য পৃথক খেলার জায়গা। থাকবে কিডস জোন ও বসার সু-ব্যবস্থা।

১ কোটি ৪৩ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে তাজমহল রোড খেলার মাঠটি আধুনিকায়নের কাজ চলতি বছরের সেপ্টেম্বর মাসে শেষ হবে। এছাড়া ৩ কোটি ৬৭ লাখ ৩৩ হাজার টাকা ব্যয়ে এর কাজ চলতি বছরের নভেম্বর মাসে শেষ হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অজিউর রহমান ও ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম রতন প্রমুখ।

 

/এসএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার