X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মাউশি কর্মকর্তাদের দুর্নীতি: ২৫ ফেব্রুয়ারি থেকে শুদ্ধি অভিযান

এস এম আববাস
২২ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৫৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৫২

 

শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর শিক্ষা প্রশাসনে ঘুষ-দুর্নীতিতে জড়িয়ে পড়া কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুদ্ধি অভিযান শুরু করবে এই সংস্থা।

মাউশি’র পর্যবেক্ষণে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে এই অধিদফতরের পর্যবেক্ষণে থাকা ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে একদিনে। মাউশি’র মহাপরিচালক অধ্যাপক মাহাবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেছেন।

গোয়েন্দা সংস্থার প্রতিবেদনসহ সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৮৬ জনের একটি তালিকা পাঠানো হয় শিক্ষা মন্ত্রণালয়ে। ওই তালিকা ধরেই শুদ্ধি অভিযান চালাবে মাউশি।

সূত্র জানিয়েছে, দুর্নীতিতে জড়িয়ে পড়া ব্যক্তিদের মধ্যে উপবিভাগীয় পরিচালক, সহকারী পরিচালক, জেলা শিক্ষা অফিসার থেকে পিয়ন পর্যন্ত রয়েছে।

অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে মাউশি’র মহাপরিচালক বাংলা ট্রিবিউনকে বললেন, ‘প্রধানমন্ত্রীর দফতর থেকে কাগজপত্র এসেছে। অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধের মাত্রা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আগামী ২৪ ফেব্রুয়ারির পর থেকে আমাদের অভিযান চলবে।’

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা এসেছে, তারা সবাই অভিযুক্ত কিনা জানতে চাইলে অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘উচ্চপর্যায় থেকে তদন্ত করেই তাদের তালিকা পাঠানো হয়েছে। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে, আমরা সেই অনুযায়ী কাজ করবো। এছাড়া আমাদের নিজস্ব পর্যবেক্ষণ রয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাই দুর্নীতির অভিযোগের তালিকায় আরও নাম আসবে।’

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির দুই কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠা এবং এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষা ক্যাডার কর্মকর্তা ও সংশ্লিষ্ট দুর্নীতিবাজ কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে গত ১৫ ফেব্রুয়ারি এমপিও দুর্নীতির অভিযোগ ওঠায় ১৪ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে পাঁচজন কর্মকর্তা স্থানীয় আওয়ামী লীগ নেতা, মন্ত্রী ও সংসদ সদস্যদের দিয়ে বদলির তদবির শুরু করেন।

এ প্রসঙ্গে মাউশির মহাপরিচালক বলেন, ‘কর্তৃপক্ষের আদেশ অমান্য করার সুযোগ নেই কারও। আদেশ অমান্য করা হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে শিক্ষা প্রশাসনে দুর্নীতির অভিযোগ ওঠায় শিক্ষা ক্যাডারের ৩০ কর্মকর্তাকে বদলির সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ওই ফাইলে স্বাক্ষর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ বিষয়ে দ্রুত আদেশ জারি হবে বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

/এএম/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
ইমরান খান ও বুশরা বিবিরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী