X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৬

৮ ফেব্রুয়ারি রায়ের পর আদালতে খালেদা জিয়া

বিচারকরা এজলাসে ফিরে আসায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আবারও শুরু হয়েছে। আদালতে ভিড় কমায় রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩৪ মিনিটে বিচারকরা আবারও এজলাসে ফিরে আসেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হচ্ছে।

এর আগে, আজ রবিবার দুপুর ২টায় এ শুনানি শুরু হলে আদালতের ভেতরে আইনজীবীদের প্রচণ্ড ভিড় দেখে ভিড় কমানোর নির্দেশ দিয়ে ১০ মিনিটের জন্য এজলাস ছেড়েছিলেন বিচারকরা।

একজন আইনজীবী জানিয়েছেন, বিচারকরা নির্ধারিত সময় দুপুর দুইটায় আদালতে প্রবেশ করে সেখানে বিপুল সংখ্যক আইনজীবী ও দলীয় নেতার উপস্থিতি লক্ষ্য করে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় ভিড় কমানোর ব্যাপারে উভয়পক্ষের আইনজীবীদের দৃষ্টি আকর্ষণ করেন। বিচারকরা বলেন, এ অবস্থা থাকলে আদালতকে উঠে যেতে হবে।

এর জবাবে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, এটা গুরুত্বপূর্ণ মামলা। তাই আইনজীবীদের এত ভিড়।

আর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, আমি আগে থেকে বলেছিলাম আইনজীবীদের প্রবেশ সংখ্যা নির্ধারণ করে দেন।

এসময় আদালত বলেন, আমরা ১০ মিনিটের জন্য নেমে যাচ্ছি। আপনারা এর মধ্যে দেখুন কী করবেন। এরপর বিচারপতিরা এজলাস কক্ষ ত্যাগ করেন।

তখন এজলাসে ভিড় কমাতে আইনজীবীদের এজলাস কক্ষ থেকে বাইরে যেতে বাধ্য করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, সভাপতি জয়নুল আবেদীন প্রমুখ।

পরে আদালতের ভেতরের পরিস্থিতি স্বাভাবিক হলে বিচারকরা এজলাসে বসেন।

আবেদনের ওপরে প্রথমে শুনানি শুরু করছেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। এরপর খালেদা জিয়ার পক্ষে অন্য আইনজীবীরা শুনানি করবেন।

মামলায় শুনানির জন্য খালেদা জিয়ার পক্ষে এজলাসে উপস্থিত আছেন ব্যারিস্টার রফিক উল হক, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মওদুদ আহমদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

রাষ্ট্রপক্ষে আছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আছেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

আদালতে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান ও মির্জা আব্বাস, দলীয় নেতা খায়রুল কবির খোকন প্রমুখ। এছাড়াও বিএনপি সমর্থক বিপুলসংখ্যক আইনজীবী আদালতে আছেন।

এ মামলায় গত ২২ ফেব্রুয়ারি খালেদা জিয়ার আপিল আবেদন গ্রহণ করেন হাইকোর্ট। আপিল গ্রহণের পর তার জরিমানা স্থগিতের আদেশ দিয়ে জামিন আবেদনের শুনানি আজ (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত মুলতবি করেছিলেন আদালত।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে এ মামলার অন্য আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানাও করা হয়। রায়ের পর থেকেই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে রাখা হয়েছে।

/বিআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ