X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

ফাঁস ঠেকাতে ডিজিটাল ডিভাইসেই প্রশ্নপত্র প্রণয়ন চান শিক্ষা সচিব

এস এম আববাস
০৭ মার্চ ২০১৮, ২২:৩৪আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৩:২৪

শিক্ষা মন্ত্রণালয় আগামী বছর থেকে ছাপানো প্রশ্নপত্রে পরীক্ষা না নিয়ে ডিজিটাল ডিভাইসের মাধ্যমেই প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেওয়ার পক্ষে মত দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন। তবে সবাই মতামত দিলে পাইলটিং করে শতভাগ প্রয়োগযোগ্য হলেই কেবল তা বাস্তবায়ন করা হবে। তবে কম সময়ে এই পদ্ধতির প্রয়োগ কঠিন বলেও জানান তিনি।
বুধবার (৭ মার্চ) সচিবালয়ে শিক্ষামন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকের পর বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান শিক্ষা সচিব। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে ওই বৈঠকে তিনি ছাড়াও অংশ নেন অতিরিক্ত সচিব (প্রশাসন) অরুণা বিশ্বাস, জাভেদ আহমেদ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ।
সচিবের প্রস্তাবিত পদ্ধতিতে মুদ্রিত প্রশ্নপত্রের বদলে প্রতিটি স্তরের প্রতিটি বিষয়ের পরীক্ষার জন্য প্রশ্নব্যাংক তৈরি হবে। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে প্রশ্নব্যাংক থেকে পরীক্ষার দিন সকালে চূড়ান্ত প্রশ্নপত্র তৈরি করা হবে। পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে ওই ডিভাইসের মাধ্যমেই কেন্দ্র সচিবদের জানিয়ে দেওয়া হবে প্রশ্ন। কেন্দ্র সচিব পরীক্ষা কক্ষের বোর্ডে তা লিখে দিলে পরীক্ষা শুরু হবে।
এর আগেও ডিজিটাল ডিভাইসে প্রশ্নপত্র প্রণয়নের প্রস্তাব করেছিলেন সোহরাব হোসাইন। তার অভিমত ছিল, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এই পদ্ধতি প্রয়োগের বিকল্প নেই। তবে কিছু বিশেষজ্ঞ বলেছিলেন, এই পদ্ধতি চালু করতে গেলে বাড়তি খরচ হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, ‘অনেকেই বুঝতে পারেননি বলে এই পদ্ধতিতে ব্যয়বহুল বলছেন। তবে সবাই যদি এই পদ্ধতি সম্পর্কে একমত হয় এবং এই পদ্ধতি বাস্তবায়ন করা যায়, তবে ফলাফল আসবেই। দেশের সব পাবলিক পরীক্ষাতেই এই পদ্ধতি প্রয়োগ করা যাবে।’
তবে সহসাই ডিজিটাল ডিভাইসে প্রশ্নপত্র প্রণয়নের বিষয়টি বাস্তবায়ন করা সম্ভব না বলেও জানান সচিব। তিনি বলেন, ‘সারাদেশে এই পদ্ধতি চালু করার আগে পাইলটিং করতে হবে। পাইলটিংয়ে যদি শতভাগ নিশ্চিত হওয়া যায় যে এতে কোনও গ্যাপ নেই, তাহলে যেকোনও পরীক্ষাতেই এই পদ্ধতি প্রয়োগ করা যাবে।’ এর জন্য পাঁচ থেকে ছয় মাস লাগতে পারে বলে মনে করেন তিনি।
খরচের বিষয়ে সচিব বলেন, এই পদ্ধতি চালু করতে গেলে তিন হাজার কোটি টাকার মতো খরচ হতে পারে। প্রশ্নপত্র প্রণয়ন ও ছাপায় যে অর্থ ব্যায়, তার তুলনায় এটি অনেক কম বলেও জানান তিনি।
পাইলটিং করে ডিজিটাল ডিভাইসের প্রশ্নপত্র প্রণয়ন পদ্ধতি বাস্তবায়নে কত সময় লাগবে— জানতে চাইলে সচিব বলেন, ‘শতভাগ নিশ্চিত হলে পাইলটিং করে করা যেতে পারে। তবে আমাদের বিশেষজ্ঞ রয়েছেন, সরকার আছে, সরকারের বাইরেও অনেকেই আছেন। সবাই চাইলেই এই পদ্ধতি চালু করা যাবে।’
সোহরাব হোসাইন আরও বলেন, ‘এতে সবার সাপোর্ট লাগবে। আরেকটি বিষয় এই পদ্ধতির জন্য গুরুত্বপূর্ণ, সেটা হলো ইন্টারনেট সংযোগ। সারাদেশের মধ্যে ইন্টারনেট সংযোগের গতির পার্থক্যও দূর করতে হবে।’
এর আগে কেন্দ্রীয়ভাবে প্রশ্ন ব্যাংক তৈরি করে ইন্টারনেটের মাধ্যমে পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র ছাপানোর সুপারিশ করা হয়েছিল। এ বিষয়ে সচিব বলেন, ‘এটা ২০১৪ সালের প্রস্তাব ছিল। কিন্তু এবারের অভিজ্ঞতা দেখছি— কেন্দ্রে প্রশ্নপত্র ছাপাতে হলে আরও একঘণ্টা আগে প্রশ্নপত্র ছাপাতে হবে। তাহলে এখন এক ঘণ্টা আগে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, তখন দুই ঘণ্টা আগে প্রশ্নপত্র ফাঁস হবে। ডিজিটাল ডিভাইসেও যে চ্যালেঞ্জ নেই, তা নয়। তবে এটি সফলভাবে চালু করা গেলে নিয়োগ পরীক্ষাসহ বাংলাদেশের সব পরীক্ষায় বাস্তবায়ন করা যাবে।’
কেবল প্রশ্নপত্র প্রণয়নের পদ্ধতিই নয়, কারিকুলামেও পরিবর্তন নিয়ে আসতে হবে বলে জানান সচিব। তবে পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করে সবার মতামত নিয়েই এসব পরিবর্তন আনতে হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, এর আগে গত ২০ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে আলোচনার পর মো. সোহরাব হোসাইন ডিজিটাল ডিভাইসে প্রশ্নপত্র প্রণয়ন করে তার মাধ্যমে পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছিলেন।
আরও পড়ুন-
ভর্তিতে জিপিএ-৫ থাকবে কিনা, ভাবছে সরকার
থাকছে না অভিন্ন প্রশ্নপত্র, পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢোকার পর সেট নির্ধারণ

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র