X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নেপালি শিক্ষার্থীদের আলোক প্রজ্বালন

ঢাবি প্রতিনিধি
১৩ মার্চ ২০১৮, ২৩:৫৪আপডেট : ১৩ মার্চ ২০১৮, ২৩:৫৬

বিমান দুর্ঘটনায় নিহতের স্মরণে ঢাবিতে আলোক প্রজ্বালন নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আলোক প্রজ্বালন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীরা । মঙ্গলবার (১৩ মার্চ) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে নেপালি শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এতে অংশগ্রহণ করে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক (বোসান) এবং ঢাবির টিএসসিভিত্তিক সংগঠন স্লোগান একাত্তর ৷

শোক সমাবেশে তারা বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে। এতে লেখা ছিল-‘হার্টফেল্ট কনডোলেন্স টু অল দ্য প্রিভিয়াস সোলস অব প্লেন ক্র্যাশ ইন নেপাল’, ‘ব্ল্যাক ডে ফর মেডিক্যাল ফ্রেন্ডস’, ‘উই মর্ন ফর অল দ্য ডিপার্টেড সোল অব ইউএস-বাংলা এয়ারলাইন ক্র্যাশ’, ‘ডেথ লিভস এ হার্টেক, নো ওয়ান ক্যান হিল, লাভ লিভস এ মেমোরি, নো ওয়ান ক্যান স্টিল!’ ও ‘রেস্ট ইন পিস’ ইত্যাদি। এরপর বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা ও স্যালুট দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

কর্মসূচি পালনকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নেপালি শিক্ষার্থী জাস গুরুং বলেন, ‘যারা বিমান দুর্ঘটনায় মারা গেছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’ ঢাকা মেডিক্যাল কলেজের নেপালি শিক্ষার্থী ওমর দ্বীপ চৌধুরী বলেন, ‘প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করি।’

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ইউনিটের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক (বোসান) এর সভাপতি হাবিবুল্লাহ মেজবাহসহ অনেকে। সোমবার (১২ মার্চ) ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৬৭ জন আরোহীর ৫০ জনই মারা যান। তাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি নাগরিক।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন