X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘ভাবতেই পারিনি ভাতিজা শাহীন বেঁচে আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৮, ১৯:১৪আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৯:১৪

 



ঢামেক হাসপাতালে শাহীন ব্যাপারী নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তে আহত শাহীন ব্যাপারীর চাচা শাহজাহান ব্যপারী বলেছেন, তারা ভাবতেই পারেননি যে তার ভাতিজা বেঁচে আছে। মা-বাবা ও দেশবাসীর দোয়া ছিল বলে সে বেঁচে গেছে। আল্লাহ অলৌকিকভাবে তাকে বাঁচিয়েছেন।
রবিবার (১৮ মার্চ) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি এসব কথা বলেন।
এ দিনই বিকাল ৫টা ১০ মিনিটে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয় শাহীনকে। পরে নেপালে বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের বোর্ডের প্রধান ডা. সামান্ত লাল সেন বলেন, ‘নেপালের কাঠমান্ডুতে বিমান বিধ্বস্তে মৃত্যুঞ্জয়ী শাহীন ব্যাপারীর শরীরে ১৬ পার্সেন্ট ডিপ বার্ন রয়েছে।’
শাহজাহান ব্যাপারী সাংবাদিকদের বলেন, “সে (শাহীন) নেপাল থেকে ফোন করে জানায়, ‘আমি বেঁচে আছি’। পরদিন আমার ভাতিজা চঞ্চলকে পাঠাতে চেয়েছি ইউএস-বাংলা বিমানে। পাসপোর্ট গাফিলতির কারণে সে যেতে পানেনি। পরদিন অন্য ভাগ্নে গেছে।’
তিনি বলেন, ‘নেপালে শাহীন চিকিৎসা নিয়েছে, কে সহায়তা করেছে, জানি না। বাবা-মা দেশবাসীর দোয়া ছিল বলে আমার ভাতিজা বেঁচে গেছে। আল্লাহ অলৌকিকভাবে তাকে বাঁচিয়েছেন। আমি তাকে বাংলাদেশে চিকিৎসা করাতে চাইছিলাম না। নেপালেই থাকুক, এটা চেয়েছি। বাংলাদেশে চিকিৎসক টিম সেখানে গিয়ে অ্যাসেসম্যান্ট করে বলেছেন। এখানকার নামকরা চিকিৎসক ডা. সামান্ত লাল সেনের কাছে তার ভালো চিকিৎসা হবে, তাই তাকে এখানে আনা হয়েছে।’
শাহজানান ব্যাপারী জানান, শাহীনের স্ত্রীর নাম রিমা, মেয়ে সূচনা (৮)। নারায়ণগঞ্জের আদমজী মার্কেটের একটি কাপড়ের দোকানের ম্যানেজার শাহীন। গ্রামের বাড়ি মুন্সীগন্জের লৌহজং উপজেলায়। মা জাহানারা বেগম। বাবা মৃত শফিউল্লাহ ব্যাপারী। শাহীনরা দুই ভাই ও চার বোন।

শাহজাহান ব্যাপারী বলেন, ‘সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব নেপালে শাহীনের ইন্টারভিউ করেন। তখন আমরা তাকে প্রথম দেখতে পাই। আপনারা আমার ভাতিজার জন্য দোয়া করবেন। সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়।’

শাহীনকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের ভিআইপি কেবিনের ৬০২ নম্বর কক্ষে রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
এর আগে বিকেল সাড়ে ৩টায় তাকে নেপাল থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দরে আনা হয়।

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘শাহীনের হাতে-পায়ে ও বুকে বার্ন রয়েছে। একজন পোড়া রোগীর যা যা ঝুঁকি থাকে তার তা সবই রয়েছে। তাকে আশঙ্কামুক্ত বলা যাবে না।’

 

/এআইবি/টিওয়াই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ