X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাবির ১৮ শিক্ষার্থীকে আইএফআইসি ব্যাংক ট্রাস্ট বৃত্তি প্রদান

ঢাবি প্রতিনিধি
২২ মার্চ ২০১৮, ১৯:১৮আপডেট : ২২ মার্চ ২০১৮, ১৯:১৯

ঢাবিতে আয়োজিত বৃত্তিপ্রদান অনুষ্ঠান

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর ১৮ জন শিক্ষার্থীকে আইএফআইসি ব্যাংক ট্রাস্ট গবেষণা অনুদান ও বৃত্তি- ২০১৭ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও গবেষণা অনুদান দেওয়া হয়।

আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ড এর উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্তদের হাতে চেক তুলে দেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শহীদুল ইসলাম, উম্মে জান্নাতুল ফেরদাউস আয়শা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের রূপা খন্দকার ও শাহরুখ আনোয়ার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মো. সেলিম উদ্দিন ও মো. আসিফ শাহরিয়ার, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের খাদিজা আক্তার ও মনিশা আক্তার মিম।

গবেষণা অনুদানপ্রাপ্তরা শিক্ষক ও শিক্ষার্থীরা হলেন- দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক বি এম রাব্বী হোসেন, নুশরাত তাশমিন, সমুদ্রবিজ্ঞান বিভাগের এমএস (২য় সেমিস্টার) শিক্ষার্থী তাহরীম জান্নাত মৌসুমী, মর্জিনা লীলা ও মো. ওহিদুজ্জামান, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের এমএসসি (৩য় সেমিস্টার)-এর মো. ইফ্ফাত ফায়েজী, অন্ত বিশ্বাস, মোহাম্মদ ছালে জোনায়েদ মনির, কিবরিয়া আহমেদ ও নাহিয়ান আদনান সোহান।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে এবং রেজিস্টার (ভারপ্রাপ্ত) মো. এনামউজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারওয়ার।

এসময় উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসার যে মানসিকতা প্রদর্শন করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা অত্যন্ত আনন্দিত যে, আইএফআইসি ব্যাংক বেশি পরিমাণ অর্থ দিয়ে বৃত্তি সহায়তা দিচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের লেখাপড়া নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবে।’

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য আরও বলেন, ‘তোমাদের মধ্যে যারা বৃত্তি পেলে, সবার মধ্যেই আনন্দের অনুভূতি কাজ করছে। যারা বৃত্তি পায়নি তাদেরও এসব অনুষ্ঠানে নিয়ে আসতে হবে। তাদের অনুপ্রাণিত করতে হবে। বিশ্ববিদ্যালয় ও সমাজের প্রতি দায়িত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে। ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করতে হবে।’

অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, ‘আইএফআইসি ব্যাংকের এ সহায়তা অনেক শিক্ষার্থীকে ঝরে পড়ার হাত থেকে রক্ষা করবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে মানবসম্পদের প্রয়োজনীয়তা রয়েছে। এর জন্য শিক্ষা সহায়তার গুরুত্ব অপরিসীম।’

স্বাগত বক্তব্যে শাহ এ সারওয়ার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুযোগ-সুবিধা বেশি পেয়ে থাকে। আশা করি, যারা সুযোগ-সুবিধা পাচ্ছেন তারা এর যথাযথ মূল্যায়ন করবেন। পরবর্তীতে দরিদ্র মেধাবীদের পাশে দাঁড়াবেন। দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবেন।’

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ