X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার জাবিতে ধর্মঘট ডেকেছে আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ

জাবি প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৮, ০২:৩১আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ০৮:৪১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছেন আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ। উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩, স্ট্যাটিউট ও সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘনের অভিযোগ এনে তারা এ কর্মসূচির ডাক দিয়েছেন।

‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’-এর ব্যানারে মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ ধর্মঘট চলবে। সংগঠনের সাধারণ সম্পাদক এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৫ ফেব্রুয়ারি উপাচার্য হিসেবে ফারজানা ইসলাম পুন:নিয়োগ পাওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের মধ্যে বিভাজন স্পষ্ট হতে থাকে। সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির ও বর্তমান উপাচার্য ফারজানা ইসলাম এই দুই মেরুতে বিভক্ত হয়ে পড়েন তারা। শিক্ষক সমিতির নির্বাচনে ফারজানা ইসলাম বলয় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দুটি অনুষদের ডিন পদে পরিবর্তন আনা হয়। এরপর গত ১১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের নয়টি আবাসিক হলে প্রভোস্ট পদেও পরিবর্তন আনেন উপাচার্য ফারজানা ইসলাম।

এক অফিস আদেশে নয়জন প্রভোস্টকে অব্যাহতির ঘটনাকে নজিরবিহীন, অ্যাক্টবিরোধী ও শিষ্টাচারবহির্ভূত উল্লেখ করে এ কর্মসূচির ডাক দিয়েছেন শরীফ এনামুল কবিরের অনুসারী আওয়ামীপন্থী শিক্ষকরা। তাদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩-এর ২২নং বিধি অনুসারে প্রাধ্যক্ষ নিয়োগ ও অব্যাহতি দেওয়ার ক্ষমতা কেবল সিন্ডিকেটের রয়েছে। কিন্তু উপাচার্য এই নিয়ম না মেনেই নয়জন প্রাধ্যক্ষকে অব্যাহতি দিয়েছেন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩-এর ২২ (গ) বিধি অনুসারে প্রাধ্যক্ষ ক্যাটাগরি থেকে নির্বাচিত সিন্ডিকেট সদস্য মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থাকবেন বলে উল্লেখ রয়েছে। এই বিধি না মেনেই ফজিলাতুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শাহেদুর রশিদকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, ‘তাদের প্রত্যেকেরই মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অব্যাহতি দেওয়া হয়েছে।’

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম সাংবাদিকদের বলেন, ‘যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তাদের সবার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। বিধি মেনেই নতুন প্রাধ্যক্ষদের দায়িত্ব দেওয়া হয়েছে।’

/এমপি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা