X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

১০ সদস্যের পরিবারটি চলতো পা হারানো রোজিনার উপার্জনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৮, ১৮:৪৬আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৯:২৭

হাসপাতালের বেডে রোজিনা খাতুন গত আট বছরধরে সংসারের প্রধান উপার্জনকারী রোজিনা খাতুন (২০)। তার আয় দিয়েই চলছিল ময়মনসিংহে থাকা ১০ সদস্যের পরিবারটি। গত শুক্রবার বনানীতে বাসচাপায় পা হারানোর পর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন গৃহকর্মী রোজিনা। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর/পঙ্গু হাসপাতাল) পিংক ইউনিট-২ এর ওয়ার্ড নং-সি/ডি এর ৮ নম্বর বেডে তিনি ভর্তি আছেন।

নিটোরে রোজিনার স্বজনরা আজ রবিবার (২২ এপ্রিল) সকালে তার অস্ত্রোপচার করা হয়। আগামীকাল সোমবার সকালে আরও একটি অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। তার সেরে ওঠা নিয়ে সংশয়ে রয়েছেন তার স্বজনরা। চিকিৎসকরাও তেমন ভরসা দিতে পারছেন না। রোজিনার বেডের পাশে বসে উৎকণ্ঠায় সময় কাটছে দাদি রাশিদা খাতুন, বাবা রসুল মিয়া ও বোন তানজিলা খাতুনের।

গত শুক্রবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় বিআরটিসির একটি বাস রোজিনাকে ধাক্কা দেয়। রোজিনা পড়ে গেলে বাসটি তার ডান পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে তার পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

রাজধানীর কাওরান বাজারে ওভারটেকিংয়ের সময় গায়ে গায়ে ঘষা লাগা দুই বাসের প্রবল চাপে হাত হারানো রাজীব হোসেন মারা যাওয়ার দুদিন পরই বাসচাপায় পা হারান রোজিনা খাতুন। আর রাজীব যেদিন মারা যান সেদিনই ট্রাকের ধাক্কায় হাত হারিয়ে বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাসযাত্রী খালিদ হোসেন হৃদয়।

রোজিনা খাতুনের বাবা রসুল মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এতদিন ধরে সংসার চালিয়েছে রোজিনা। গত আট বছর ধরে সে ঢাকায় কাজ করছে। ছোট থাকতেই কাজে ঢাকায় আসে। ঘটনার দিন বান্ধবীর সঙ্গে দেখা করে যে বাড়িতে কাজ করে সেখানেই ফিরছিল রোজিনা। এই সময় দুর্ঘটনাটি ঘটে।’ তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর রোজিনাকে এক ভদ্রলোক পঙ্গু হাসপাতালে নিয়ে আসেন। তখনও ওর জ্ঞান ছিল। এসময় সে যে বাড়িতে কাজ করে, ওই ম্যাডামের ফোন নম্বর দেয়। তখন ওই ভদ্রলোক ম্যাডামকে ফোন করে বলেছেন, রোজিনা পঙ্গু হাসপাতালে ভর্তি আছে, আপনারা আসেন। তারপর ম্যাডাম আমাকে ফোন করে আসতে বলেন।’

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি তখন এই কাপড়েই ছিলাম। বাবা, আমি আর কিছুই কইতাম পারি না। দৌড় মাইরা বাসে উঠছি। দেরি করলে তো ঢাকায় আসার জন্যি রাতে আর বাস পাবো না।’ তিনি বলেন, ‘ডাক্তাররা আমার সঙ্গে কোনও কথা বলেননি, যা কথা স্যারের সঙ্গেই বলেছেন।’  

রাবিয়া খাতুন ও রশিদ মিয়ার ছয় মেয়ে, এক ছেলে। বড় মেয়ে রমিজা খাতুনের বিয়ে হয়েছে। দাদি রাশিদা খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার নাতিনদের মধ্যে সে-ই খুব হুঁশিয়ার। সেই ছোট থাকতে কামে দিছি। এহন থন কাম করি সংসার চালাইতাছে। মাইয়াডার কী হইব আল্লাহ জানে!’

রোজিনার ছোট বোন তানজিলা খাতুন বলেন, ‘আজ  অপারেশনের পর চিকিৎসক বলেছেন, ওর জ্ঞান ফেরার পর যা যা খেতে চায় সবকিছু দেওয়া যাবে। রাত ১২টা পর্যন্ত তাকে খাওয়ানো যাবে। এরপর আর কিছু খাওয়ানো যাবে না। কাল রক্ত লাগবে, তাই চিকিৎসকরা রক্ত রেডি রাখতে বলেছেন। কাল সকালে আবার ওর অস্ত্রোপচার করা হবে। ওর তো এখনও জ্ঞান ফেরেনি। আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। সে যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়।’

নিটোর হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা জয়নুদ্দীন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রোজিনার বাম পা কেটে ফেলা হয়েছে। আজ রবিবার সকালে তার সার্জিক্যাল টয়লেটিং করা হয়েছে। তার অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়। চিকিৎসার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের সহায়তা করবে বলে তার আত্মীয়-স্বজনকে জানানো হয়েছে।’

নিটোরের কর্তব্যরত চিকিৎসক তাপস কুমার রায় বলেন, ‘রোজিনার ইনফেকশন হয়েছে। আমরা তাকে কোনোভাবেই ঝুঁকিমুক্ত বলতে পারি না। আজ আমরা তার একটা অস্ত্রোপচার করেছি। আগামীকাল আরও একটি অস্ত্রোপচার করা হবে। এরপরও তাকে নিয়মিত চিকিৎসার অধীনেই রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘রোজিনার শরীরে জ্বর আছে। এটাকে সেপটি সেমিয়ায় আক্রান্ত হওয়ার লক্ষণ বলা যায়। তবে এখনও সে সেপটি সেমিয়ায় আক্রান্ত হয়নি।’

রোজিনার চিকিৎসার জন্য ইতোমধ্যে চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছে কর্তৃপক্ষ। বোর্ডের চিকিৎসরা হলেন, নিটোরের পরিচালক ও অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল গণি মোল্লাহ, অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কাজী শামীমুজ্জামান, অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোনায়েম হোসেন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বিধান সরকার।

রোজিনা বেসরকারি টেলিভিশন জি টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা ও মাহবুব আরা দম্পতির বাসার গৃহকর্মী। ওই ঘটনায় জি টিভির স্টাফ রিপোর্টার মহিউদ্দিন আহমেদ বনানী থানায় মামলা করেছেন। বনানী থানা পুলিশ বাসের চালক রফিকুল ইসলাম মুন্নাকে গ্রেফতার করেছে।

টিওয়াই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত