X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভর্তি জালিয়াতিতে অভিযুক্তদের পরীক্ষা নেওয়ায় ঢাবিতে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৮, ২২:৩৬আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ২২:৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে জালিয়াতি করে ভর্তিতে অভিযুক্ত শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ায় ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে ওই বিভাগের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভের পর বিষয়টি সমাধানের জন্য ইনস্টিটিউট পরিচালক অধ্যাপক ড. তানিয়া রহমানকে প্রধান করে ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে ড. তানিয়া রহমান বলেন, ‘ভর্তি জালিয়াতি করে যারা ভর্তি হয়েছে, তাদের সে অভিযোগ এখনও প্রমাণিত না। এদের বিষয়ে দেখার দায়িত্বও আমাদের হাতে না, এটা দেখবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এজন্য শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে এবং বিষয়টি দেখার জন্য আমরা একটি একাডেমিক কমিটি গঠন করেছি।’

জানা যায়, ওই বিভাগে ২০১৬-১৭ সেশনে ছয় জন ছাত্রের বিরুদ্ধে জালিয়াতি করে ভর্তি হওয়ার অভিযোগ রয়েছে। তারা হলেন- হাসিবুর রশীদ, মেহেদী, গালিব, সৌভিক, রাকিবুল ও সালমান এফ রহমান।

এদিকে, বৃহস্পতিবার পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থীদের ৫০৩ নম্বর কোর্সের মিডটার্ম পরীক্ষা ছিল। ওই পরীক্ষায় অভিযুক্তরা অংশগ্রহণ করলে, অন্য শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে পরীক্ষা বর্জন করার ঘোষণা দেয়। এসময় বিভাগের কয়েকজন শিক্ষক বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে পরীক্ষা দিতে পাঠালেও পরীক্ষা শেষে শিক্ষার্থীরা আবার বিক্ষোভ শুরু করেন। এসময় বিক্ষোভে ওই ইনস্টিটিউটের সব বর্ষের শিক্ষার্থীরা যোগ দেয় এবং ক্লাস বর্জন করেন।

এর আগে, গত বুধবার অভিযুক্ত ছাত্ররা পরীক্ষা দিতে এলে সেমিস্টারের অন্য ছাত্ররা বিক্ষোভ করলে কর্তৃপক্ষ অভিযুক্তদের বাদ দিয়ে পরীক্ষা নেয়। ছাত্রদের বিক্ষোভের ঘটনায় ইনস্টিটিউটের শিক্ষকরা বিকালে এক জরুরি একাডেমিক সভায় মিলিত হন।

এ বিষয়ে বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ মাইন উদ্দিন মোল্লা বলেন, ‘ছাত্ররা জালিয়াতিতে অভিযুক্তদের সঙ্গে পরীক্ষা দেবে না বলে বিক্ষোভ করছে। কিন্তু অভিযোগ এখনও প্রমাণিত নয়। এজন্য আমরা অভিযুক্তদের পরীক্ষা নিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিলে আমরা সেটা কার্যকর করব।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, ‘বিষয়টি দেখার জন্য ইনস্টিটিউটের একাডেমিক কমিটি বৈঠকে বসেছিল। তারা বিষয়টি খতিয়ে দেখবে।’

/এসও/এমও/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা