X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সিলেট থেকে মালয়েশিয়ায় ফ্লাইট পরিচালনা করবে এয়ার এশিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৮, ০৪:০৭আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ০৪:১২






সিলেটে প্যাসেঞ্জার সেলস এজেন্ট (পিএসএ) অফিস সিলেট-মালয়েশিয়া রুটে ফ্লাইট পরিচালনা করবে বাজেট এয়ারলাইন্স এয়ার এশিয়া। এ জন্য সিলেটে এয়ার এশিয়ার প্যাসেঞ্জার সেলস এজেন্ট (পিএসএ) অফিস চালু করেছে এয়ারলাইন্সটি। বর্তমানে ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে এয়ার এশিয়া। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশে এয়ার এশিয়ার জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) প্রতিষ্ঠান টোটাল এয়ার সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান কেএম মুজিবুল হক বলেন, ‘বাংলাদেশ এভিয়েশন খাতে এগিয়ে যাচ্ছে। এয়ার এশিয়া বাংলাদেশে যাত্রীসেবা বৃদ্ধির জন্য আন্তরিক। কার্যক্রম বৃদ্ধির সম্ভ্যাবতা যাচাইয়ের জন্য এয়ার এশিয়ার এক্সিকিউটিভ চেয়ারম্যান দাতুক কামারুদিন মিরানুন বাংলাদেশ সফর করেছেন। তিনি সিলেটের জেল রোড এলাকার আনন্দ টাওয়ারে এয়ার এশিয়ার সিলেট প্যাসেঞ্জার সেলস এজেন্ট (পিএসএ) অফিস গত রোববার উদ্বোধন করেছেন।’
সিলেট অফিস উদ্বোধনের জন্য এয়ার এশিয়ার এক্সিকিউটিভ চেয়ারম্যান দাতুক কামারুদিন মিরানুন পরিবারসহ নিজস্ব জেট বিমানে মালয়েশিয়া থেকে সরাসরি সিলেটের ওসমানী আর্ন্তাজাতিক বিমানবন্দরে পৌঁছান। সিলেট অফিস উদ্বোধনের আগে তিনি হযরত শাহাজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
সিলেট প্যাসেঞ্জার সেলস এজেন্ট অফিস উদ্বোধনী আনুষ্ঠানে দাতুক কামারুদিন মিরানুন বলেন, ‘বাংলাদেশে এয়ার এশিয়ার ব্যবসা সফলভাবে পরিচালিত হচ্ছে। এর পরিধি আরও বাড়ানোর সুযোগ রয়েছে। এরই মধ্যে আমি চট্টগ্রাম এবং সিলেট সফর করেছি। এই দুই নগর থেকে এয়ার এশিয়ার ফ্লাইট চালুর সম্ভাবনা যাচাই করেছি। বিশেষ করে মালয়েশিয়া-সিলেট ফ্লাইট আগামী দিনে চালুর পরিকল্পনা করছি।’

অনুষ্ঠানে এয়ার এশিয়া বাংলাদেশের জিএসএ টোটাল এয়ার সার্ভিসের চেয়ারম্যান কে এম মজিবুল হক ও সিইও মোরশেদুল আলম চাকলাদার উপস্থিত ছিলেন।
এয়ার এশিয়ার সিলেট এজেন্টের দায়িত্ব পেয়েছেন সিলেট চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ।
এশিয়া প্যাসিফিকের ১৩০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে এয়ার এশিয়া। ২০০১ সালে অপারেশন শুরু করার পর ৪০০ মিলিয়ন যাত্রী পরিবহন করেছে তারা।

 

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ