X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিয়ের আগে রক্ত পরীক্ষায় সন্তান থাকবে থ্যালাসেমিয়া মুক্ত

তাসকিনা ইয়াসমিন
০৮ মে ২০১৮, ১০:২৪আপডেট : ০৮ মে ২০১৮, ১০:২৯

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস

বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে নেওয়া হলে সন্তান থ্যালাসেমিয়া মুক্ত থাকবে। সারাবিশ্বে যেসব দেশে থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মসূচি সফল হয়েছে, সেসব দেশে মূলত বিয়ের আগে ছেলে-মেয়েদের রক্ত পরীক্ষা বাধ্যতামূলক, এমন তথ্য  জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন—গর্ভস্থ ভ্রুণ পরীক্ষা করে সন্তান গ্রহণ,নিয়মিত রক্ত পরীক্ষা করা হলেও থ্যালাসেমিয়া থেকে মুক্ত থাকা সম্ভব।

আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বাংলাদেশের সাত ভাগ মানুষ থ্যালাসেমিয়া রোগের বাহক। দেশে মোট এককোটি ১০ লাখ থ্যালাসেমিয়া রোগের বাহক রয়েছে। অর্থাৎ, প্রতি ১৪ জনে একজন থ্যালাসেমিয়া রোগের বাহক। প্রতিবছর সাত হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। থ্যালাসেমিয়া ইন্টারন্যাশনাল ফেডারেশনের পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে ৬০ হাজার থ্যালাসেমিয়া রোগী রয়েছে।

স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত ২০০৯ সালের হেলথ বুলেটিনে দেখা গেছে, সরকারি হাসপাতালে ভর্তি বিভিন্ন রোগীদের মধ্যে থ্যালাসেমিয়ার অবস্থান দশম।

বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের মহাসচিব ডা. মো. আবদুর রহিম বলেন, ‘কোনও পরিবারে স্বামী-স্ত্রী দু’জনই থ্যালাসেমিয়ার বাহক হলে সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার আশঙ্কা থাকে ২৫ ভাগ। বিয়ে বা সন্তান নেওয়ার আগে থ্যালাসেমিয়া স্ক্রিনিং করে নিশ্চিত হতে হবে, স্বামী-স্ত্রীর মধ্যে কোনও একজন থ্যালাসেমিয়ার বাহক কিনা। বাহক হলে তাদের গর্ভস্থ ভ্রুণ পরীক্ষা করে সন্তান গ্রহণ করতে হবে। তাহলে এই রোগ নির্মূল সম্ভব। তবে রক্তের গ্রুপের সঙ্গে থ্যালাসেমিয়া রোগের কোনও সম্পর্ক নেই।’
তিনি আরও বলেন, ‘থ্যালাসেমিয়া একটি বংশগত মারাত্মক রক্তের রোগ। কোন ব্যক্তি থ্যালাসেমিয়ার বাহক কিনা ‘হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস’ নামে  রক্ত পরীক্ষার মাধ্যমে তা নির্ণয় করা যায়। থ্যালাসেমিয়ার গুরুতর রোগীরা প্রতি মাসে এক থেকে দুইব্যাগ রক্ত গ্রহণ করে বেঁচে থাকেন। আর যদি ঠিক সময়ে চিকিৎসা না হয়, আক্রান্ত রোগী রক্তশূন্যতায় মারা যেতে পারেন। কিন্তু নিয়মিত রক্ত গ্রহণের কারণে রোগীর শরীরে আয়রনের আধিক্য দেখা দেয়। ফলে রোগীদের নানা জটিলতা দেখা দেয় যেমন— হার্ট ফেইলিওর, ডায়াবেটিস, ডিলেইড পিউবার্টি ইত্যাদি। এগুলো প্রতিরোধে নিয়মিত ওষুধ গ্রহণ করতে হয়, যা বেশ ব্যয়বহুল।’
ডা. মো. আবদুর রহিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সারাবিশ্বে যেসব দেশে থ্যালাসেমিয়া প্রতিরোধ প্রোগ্রাম সফল হয়েছে, তারা বিয়ের আগে বাধ্যতামূলক রক্ত পরীক্ষার কৌশল অবলম্বন করেছে। এরমধ্যে সাইপ্রাস, ইতালি, গ্রিস ও প্যালেস্টাইন অন্যতম। ইরানে বিয়ের আগে থ্যালাসেমিয়া ঝুঁকি জানলে অধিকাংশ দম্পতি বিয়ে না করার সিদ্ধান্ত নেন। আর যারা এরপরও বিয়ে করেন, তারা গর্ভস্থ ভ্রুণ পরীক্ষা করে সন্তান গ্রহণ করেন। এর ফলে সেখানে নতুন রোগীর জন্ম অনেক হ্রাস পেয়েছে।’

তিনি বলেন, ‘ আমাদের দেশে একজন থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসা করাতে বছরে কম করেও ১ লাখ ২০ হাজার টাকা থেকে ৩ লাখ ৩৬ হাজার টাকা পর্যন্ত ব্যয় হয়।’

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বছরে ১৭ লাখ মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। অর্থাৎ ৩৪  লাখ মানুষ বিয়ে করছেন, যার ৯০ ভাগই নিবন্ধন হয়। বিবাহ নিবন্ধন ফরমে বর-কনে থ্যালাসেমিয়ার বাহক কিনা তা জানতে চাওয়া হলে এই রোগের বাহককে সহজে শনাক্ত করা যাবে।’

বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক আকতারী মমতাজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই রোগটি প্রতিরোধ করার জন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতার। আমরা জনসচেতনতা সৃষ্টি করতে পারলেই বাংলাদেশ থেকে এই রোগটি পুরোপুরি নির্মূল করতে সক্ষম হবো।’

 

 

/টিওয়াই/এনআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ