X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মডেল আসিফের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৮, ১৭:১৭আপডেট : ২৭ মে ২০১৮, ১৮:০৪

 

 

 

মডেল কাজী আসিফ

মডেল ও অভিনেতা কাজী আসিফ রহমানের বিরুদ্ধে স্ত্রীর দায়ের করা নারী নির্যাতনের মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। একইসঙ্গে আদালত আগামী ৩ জুন বিচারের জন্য দিন ধার্য করেছেন।

রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৬-এর বিচারক শহীদুল ইসলাম আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে এই আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী দুলাল মিয়া বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

এদিকে, আসিফের আইনজীবী দুলাল মিয়া আদালতে মামলা থেকে অব্যাহতি চেয়ে শুনানি করে বলেন, আসামি আসিফ নির্দোষ। হয়রানি করার জন্য তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অভিযোগ নেই। 

তিনি আরও বলেন, বাদী আগে তিন বা ততধিকবার বিয়ে করা সত্ত্বেও আসামির কাছে তা গোপন রাখেন এবং কাবিননামায় কুমারী উল্লেখ করে বিবাহ করেন। এজন্য আদালত আসামিকে অব্যাহতি দিতে পারেন। এছাড়া আসামি তার স্ত্রীকে গত ২ এপ্রিল তালাক দিয়েছেন। আসামির সুনাম, পেশার মর্যাদা ধ্বংস করার জন্য তাকে মামলায় জড়ানো হয়েছে। তিনি একজন অভিনেতা এবং মানবাধিকার কর্মী। সবকিছু বিবেচনা করে আদালত তাকে অব্যাহতি দিতে পারেন।

অপরদিকে, বাদীপক্ষের আইনজীবী মাহফুজুর রহমান পাটোয়ারী অব্যাহতির বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অভিযোগ গঠন করে মামলাটি বিচারের জন্য ৩ জুন দিন ধার্য করেন। এদিন কাজী আসিফ রহমান এবং তার তালাকপ্রাপ্ত স্ত্রী শামীমা আক্তার আদালতে উপস্থিত ছিলেন।

গত ২২ এপ্রিল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসিফকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ। ওই সময় তিনি শুটিং শেষে মালয়েশিয়া থেকে ফিরছিলেন। পরদিন আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ২৫ এপ্রিল তার স্ত্রী সঙ্গে আপসের শর্তে আসিফকে জামিন দেন আদালত।

এর আগে গত ৬ মার্চ আসিফের স্ত্রী শামীমা আক্তার অরণি ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। ওইদিন একই বিচারক মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম বিচার বিভাগীয় তদন্ত শেষে গত ২৭ মার্চ ট্রাইব্যুনালে কাজী আসিফের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।

গত ২ এপ্রিল ট্রাইব্যুনাল ওই প্রতিবেদন আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, কাজী আসিফ ও অরণি দম্পতির দাম্পত্য জীবনে ৮ মাসের এক কন্যাসন্তান রয়েছে। অরণি পেশায় কানাডা প্রবাসী নার্স। আসিফের গ্রামের বাড়ি যশোরে, অরণির বাড়ি বরিশালে। মুঠোফোন কোম্পানি সিটিসেলের বিজ্ঞাপনের মাধ্যমে বেশ আলোচনায় আসেন এই মডেল অভিনেতা। এরপর একাধিক বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করেন আসিফ।

 

 

 

 

/টিএইচ/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা